মে ০৪, ২০২৪ ১৪:৩১ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রো গেল হামাস প্রতিনিধি দল

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করার জন্য ইতিবাচক মন নিয়ে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো যাচ্ছে। আর (শনিবার) প্রতিনিধি দলটি কায়রো পৌঁছাবে বলে সামাজিক মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে হামাস জানিয়েছে। 

এই পোস্টে বলা হয়েছে, সম্প্রতি হামাস নেতারা যুদ্ধবিরতির ব্যাপারে যে প্রস্তাব পেয়েছেন তাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এবং একটি চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা নিয়েই হামাসের প্রতিনিধি দল কায়রো যাচ্ছে। 

হামাস এই বিবৃতিতে আরো বলেছে,সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ, উদ্বাস্তু লোকজনকে তাদের ঘরবাড়িতে ফেরার সুযোগ দেয়া, পুরো গাজা উপত্যকায় ত্রাণ এবং পুনর্গঠন কার্যক্রম পরিচালনা এবং একটি আন্তরিক বন্দী বিনিময় চুক্তির বিষয়ে আমাদের জনগণের দাবি পূরণের লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। 

তবে হামাস সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি চাইলেও যুদ্ধবাজ নেতানিয়াহু রাফাহ শহরে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে অনড় অবস্থান নিয়েছেন। সেক্ষেত্রে কায়রোয় যুদ্ধবিরতির চুক্তি হলেও তা কতটুকু টেকসই হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ