কোন বইকে বলা হয় আহলে বাইতের (আ.) ইঞ্জিল?
(last modified Thu, 27 Feb 2025 11:36:02 GMT )
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১৭:৩৬ Asia/Dhaka
  • এ বই মহানবীর-সা. আহলে বাইতের জাবুর\\\' নামেও খ্যাত
    এ বই মহানবীর-সা. আহলে বাইতের জাবুর\\\' নামেও খ্যাত

পার্সটুডে-সহিফায়ে সাজ্জাদিয়া মহানবীর (সা) পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম জাইনুল আবেদিন তথা ইমাম সাজ্জাদ (আ)'র এক অনন্য সৃষ্টি।

আলেম সমাজের মধ্যে এই গ্রন্থটি 'কুরআনের বোন', 'আহলে বাইতের ইঞ্জিল বা বাইবেল' ও ' মহানবীর সা. আহলে বাইতের জাবুর' নামেও খ্যাত।  

সহিফায়ে সাজ্জাদিয়া হযরত ইমাম হুসাইনের পুত্র ইমাম সাজ্জাদ (আ)'র রচিত দোয়া ও মুনাজাতের সংকলন। এতে রয়েছে ৫৪টি দোয়া ও মুনাজাত। এটি সংকলন করেছেন ইমাম বাকির-আ. ও তাঁর ভাই জাইদ বিন আলী (আ)।  

'ইবাদতকারীদের বা সাধকদের সৌন্দর্য' তথা যাইনুল আবেদিন উপাধির অধিকারী আলী ইবনে হুসাইন-আ. তথা ইমাম সাজ্জাদ (আ)'র জন্ম হয়েছিল হিজরি ৩৮ সনে। অত্যধিক সিজদাকারী হিসেবে তিনি সাজ্জাদ নামেও খ্যাত। কারবালার ঘটনা-প্রবাহের সময় তিনিও ইমাম শিবিরে ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে জিহাদে যোগ দিতে পারেননি।

ইমাম হুসাইন-আ.র শাহাদাতের পর তিনি ৩৪ বছর ধরে মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেন। তাঁর ইমামতির এই দীর্ঘ সময়ে তিনি রিসালাতুল হুকুক নামের একটি উপদেশমালাও রেখে যান। শত্রুদের ইচ্ছার বিপরীতে ইমামের এইসব সৃষ্টি মুসলিম উম্মাহর মধ্যে মহানবীর (সা) এবং তাঁর আহলে বাইতের নাম ও স্মরণ  জীবন্ত রেখেছে।

সহিফায়ে সাজ্জাদিয়া এক অনন্য গুরুত্বপূর্ণ সৃষ্টি। ইমাম খোমেনী (র) এই মহাগ্রন্থকে 'জাবুরে আলে মুহাম্মাদ' বলে উল্লেখ করেছেন। এ বইয়ের বিষয়বস্তু দোয়া ও মুনাজাত হলেও তাতে রয়েছে ইসলাম বিষয়ের অজস্র জ্ঞান আর পরিচিতি, ইরফান, বিধি-বিধান, রাজনৈতিক' সামাজিক, শিক্ষামূলক ও নৈতিক গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা।

দুঃখ-বেদনা আর অপ্রীতিকর ঘটনার সময় পাঠ্য দোয়া, নানা সমস্যার সমাধান বা চাহিদা পূরণের দোয়া, বাবা-মায়ের জন্য দোয়া, সন্তানের জন্য দোয়া, সীমান্তের সংগ্রামীদের জন্য দোয়া, বন্ধু ও প্রতিবেশীদের জন্য দোয়া, দুর্ভিক্ষ ও ক্ষরার সময় বৃষ্টি চেয়ে দোয়া, শত্রুর ষড়যন্ত্র মোকাবেলার জন্য দোয়া- ইত্যাদি সহিফায়ে সাজ্জাদিয়ার দোয়া-সমগ্রের অন্যতম।

সহিফায়ে সাজ্জাদিয়া বহু ভাষায় হয়েছে অনূদিত। এইসব ভাষার মধ্যে ফার্সি, ইংরেজি, ফরাসি, মালয় বা ইন্দোনেশিয় ভাষা, তুর্কি, উর্দু, স্পেনিশ, পর্তুগিজ, বসনিয়, বাংলা ও আলবেনিয় উল্লেখযোগ্য। বইটির ইংরেজি অনুবাদের লিংক নিচে দেয়া হল:

https://www.duas.org/mobile/sahifa-sajjadia-index.htm

পার্সটুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।