জীবনে সবচেয়ে কম আনন্দ উপভোগকারী কারা?
(last modified Thu, 27 Feb 2025 13:11:34 GMT )
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১৯:১১ Asia/Dhaka
  • জীবনে সবচেয়ে কম আনন্দ উপভোগকারী কারা?
    জীবনে সবচেয়ে কম আনন্দ উপভোগকারী কারা?

পার্স-টুডে- হিংসা অত্যন্ত মন্দ এক স্বভাব। হিংসুক অন্যের নেয়ামত বা সুযোগ-সুবিধা ও সম্পদের ধ্বংস কামনা করে। 

হিংসুক ব্যক্তি অন্যের সুখ ও সমৃদ্ধি সহ্য করতে পারে না। হিংসা কখনও এমন মাত্রায়ও পৌঁছে যে সুখ-সমৃদ্ধি ও প্রাচুর্য ধ্বংস হয়ে যাক তবুও তা যেন অন্যরা তার সামান্য অংশও ভোগ না করেন।

হিংসা এমন এক আগুন যা মানুষের পুরো জীবনকে করে আচ্ছন্ন এবং মানুষের কাছ থেকে কেড়ে নেয় প্রশান্তি ও সুখ।  এ সম্পর্কে এখানে মহানবী হযরত মুহাম্মাদ (সা) ও তাঁর পবিত্র আহলে বাইতের (আ) কয়েকটি বাণী তুলে ধরছি: 

মহানবী হযরত মুহাম্মাদ (সা) বলেছেন, হিংসুক ব্যক্তি জীবনে সবচেয়ে কম আনন্দ ও সুখ পায়।  (বিহার, খণ্ড ৭৭, পৃ. ১১২)

আমিরুল মু'মিনিন হযরত আলী-আ. বলেছেন, হিংসা শয়তানের সবচেয়ে বড় ফাঁদ (ফেহরেস্ত গরর, পৃ.৬৭) 

ইমাম জাফর আস সাদিক-আ. বলেছেন, হিংসুক ব্যক্তি অন্যের ক্ষতি করার আগে নিজেরই ক্ষতি করে। (মুসতাদরাক, খণ্ড-১২, পৃ-১৮)

আমিরুল মু'মিনিন হযরত আলী-আ. বলেছেন, হিংসুক ব্যক্তি সব সময়ই অসুস্থ যদিও তার শরীর (বাহ্যিক দৃষ্টিতে) সুস্থ ও সবল। (ফেহরেস্ত গরর, পৃ.৬৭) 

ইমাম জাফর আস সাদিক-আ. বলেছেন, হিংসুক লোকের রয়েছে তিনটি বৈশিষ্ট্য বা স্বভাব: পেছনে মানুষের নিন্দা করে, সামনে মানুষের তোষামুদে প্রত্যাশা করে আর বিপদ ও দুর্যোগের সময় মানুষকে তিরস্কার করে। (খাসাল, খণ্ড-১, পৃ-৬০) 

আমিরুল মু'মিনিন হযরত আলী-আ. বলেছেন, যে হিংসা ত্যাগ করে সে অন্যদের স্নেহ ও ভালবাসা অর্জন করে। (তোহফাতুল উকুল, পৃ-৯৩)

ইমাম হাদি-আ. বলেছেন, সাবধান! কঠোরভাবে হিংসা দমন করবে বা হিংসার ভাব এড়িয়ে যাবে, আর জেনে রাখ হিংসার প্রভাব কেবল নিজের মধ্যেই প্রকাশ হয়, তোমার শত্রুদের মধ্যে এর কোনো প্রভাব পড়বে না। (বিহার, খণ্ড-৭৮, পৃ-৩৭০) #

পার্সটুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।