'বাংলাদেশে সাংবাদিক হত্যার বিচারে ব্যর্থতাই এখন বাস্তবতা'
(last modified Sat, 12 Feb 2022 06:55:08 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১২:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১২ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • বিশিষ্ট নাগরিকদের মত নিতে অনুসন্ধান কমিটির বৈঠক শুরু-প্রথম আলো
  • নির্বাচন কমিশন ব্যর্থ, তাদের বিচার হওয়া উচিত-ফখরুল-মানবজমিন
  • কমেছে আয়, বেড়েছে দ্রব্যমূল্য-ভালো নেই মধ্যবিত্তরা -ইত্তেফাক
  • সরকারবিরোধী বৃহত্তর ঐক্য-বিএনপির সামনে নানা চ্যালেঞ্জ -যুগান্তর
  • বাংলাদেশে সাংবাদিক হত্যার বিচারে ব্যর্থতাই এখন বাস্তবতা-কালের কণ্ঠ
  • 'বিএনপির ইতিহাস বলে না তারা গণতন্ত্রের কোনও পদ্ধতিতে বিশ্বাসী ছিল'-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • CAA কাণ্ডে বিক্ষোভকারীদের থেকে ক্ষতিপূরণ চেয়ে ভর্ৎসিত যোগী সরকার, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের-সংবাদ প্রতিদিন
  • তৃণমূলের সাহায্য লাগবে না: রাহুল-আনন্দবাজার পত্রিকা-আনন্দবাজার পত্রিকা
  • অন্তর্দ্বন্দ্ব মেটাতে আজ কালীঘাটে মমতার বৈঠক, মিলবে কি সমাধান সূত্র?  -আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত: 

বিশিষ্ট নাগরিকদের মত নিতে অনুসন্ধান কমিটির বৈঠক শুরু-প্রথম আলো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাইয়ে বিশিষ্টজনদের মতামত নিতে বৈঠক শুরু করেছে অনুসন্ধান কমিটি। আজ শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্টজনদের নিয়ে প্রথম দফায় অনুসন্ধান কমিটির এই বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে আজ শনিবার দুই দফায় এবং আগামীকাল রোববার বিশিষ্টজন ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান কমিটি। ইতিমধ্যে ৬০ জনের বেশি বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার প্রথমার্ধে প্রথম দফার এই বৈঠকে ২০ জনের মধ্যে ১৪ বিশিষ্ট নাগরিক উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক আাসিফ নজরুল, জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও এম কে রহমান, আইনজীবী শাহদীন মালিক, ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ এবং ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিনসহ কয়েকজন এখনো উপস্থিত হননি। বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দফার এই বৈঠক চলার কথা।

নির্বাচন কমিশন ব্যর্থ, তাদের বিচার হওয়া উচিত-মানবজমিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ। তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তাদের বিচার হওয়া উচিত। গতকাল বিকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে দখল করে নেয় এবং তারা তাদের মতো করে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করে। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা চলে গেছে, রাজনৈতিক দলগুলোরও আস্থা চলে গেছে। নির্বাচনকালীন সরকারে যদি আওয়ামী লীগ সরকার থাকে তাহলে কখনই সুষ্ঠু নির্বাচন হবে না।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ

এদিকে কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ বলেছেন, 'বিএনপির ইতিহাস বলে না তারা গণতন্ত্রের কোনও পদ্ধতিতে বিশ্বাসী ছিল'। বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন বিএনপি কখনো গণতন্ত্রের কোনও পদ্ধতিতে বিশ্বাসী ছিল বলে তাদের ইতিহাস বলে না। তারা যখন ক্ষমতায় ছিল কখনোই নির্বাচন কমিশন আইন গঠন করেনি এবং কমিশন গঠন করতে কারো সাথে আলোচনার প্রয়োজন বোধ করেনি।

রাজনীতি নিয়ে যুগান্তরের দুটি খবর। একটিতে বলা হয়েছে, সরকারবিরোধী বৃহত্তর ঐক্য-বিএনপির সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। আপত্তি না থাকলেও সতর্ক দৃষ্টি রাখছে জোট ও ফ্রন্টের শরিকরা। অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা দেয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সরকারকে দায়মুক্তির চক্র ভাঙতে, সাংবাদিকদের নিরাপত্তা দিতে আইরিন খানের আহ্বান-মানবজমিন

জাতিসংঘের বিবৃতি

বাংলাদেশ সরকারকে দায়মুক্তির চক্র ভাঙতে এবং সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব এবং জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা-বিষয়ক বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খান।"সাংবাদিক সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত ও বিচার নিশ্চিত করতে কর্তৃপক্ষের ব্যর্থতায় জাতিসংঘের বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

গত এক দশকে বাংলাদেশে অন্তত ১৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে", ইউএন স্পেশাল প্রসিডিউরস এর এমন একটি পোস্ট শেয়ার করে আইরিন খান লিখেছেনঃ

"জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড (ন্যায়বিচারে দেরি করা মানে ন্যায়বিচারকে অস্বীকার করা)। আমরা বাংলাদেশ সরকারকে দায়মুক্তির চক্র ভাঙতে এবং সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব পালনের আহ্বান জানাই"।

উল্লেখ্য, সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১০ বছর পার হয়ে গেলেও বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে এই অভিযোগে জাতিসংঘের ৫ মানবাধিকার বিশেষজ্ঞ গভীর উদ্বেগ প্রকাশ করে শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, 'বাংলাদেশে  ভয়ংকর ও  ব্যাপক দায়মুক্তির সংস্কৃতির ফলে ২ সাংবাদিক হত্যার এক দশক পরেও ন্যায়বিচার হয়নি।'

আর কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, বাংলাদেশে সাংবাদিক হত্যার বিচারে ব্যর্থতাই এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে জাতিসংঘ।

কমেছে আয়, বেড়েছে দ্রব্যমূল্য-ভালো নেই মধ্যবিত্তরা -ইত্তেফাক

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক মহামারি করোনা মধ্যবিত্তদের রীতিমতো ‘চিড়েচ্যাপটা’ করে দিয়েছে। রাজধানীসহ সারা দেশে মধ্যবিত্তের আয় কমেছে অথচ দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ব্যয় বেড়েছে। বিভিন্ন গবেষণা সংস্থার জরিপে উঠে আসা তথ্যমতে, করোনার এ সময়ে আয় কমেছে দেশের ৬০ শতাংশেরও বেশি কর্মজীবীর। অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন দেশের চাকরি, ব্যবসাসহ নানা পেশায় জীবিকানির্বাহ করা মধ্যবিত্তরা। এই শ্রেণির অনেকেই করোনাকালে চাকরি হারিয়েছেন, আবার কারো বেতন কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য কাজের উত্সগুলোও বন্ধ হয়ে গেছে। অথচ সংসার চালানোর নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সামাজিক অবস্থান ধরে রাখতে কেউ কেউ বাধ্য হয়ে সঞ্চয় ভেঙে খাচ্ছেন। কারো সংসারের খরচ কমাতে কমাতে দেওয়ালে পিঠ ঠেকেছে কিন্তু বলতে পারছেন না। রাজধানীসহ সারা দেশের মধ্যবিত্তের চেহারায় এখন বিষণ²তার ছাপ স্পষ্ট।

তারা বলছেন, দেশে সব কিছুতেই মধ্যবিত্তের অংশগ্রহণ সবচেয়ে বেশি। দেশের রাজনীতি, উন্নয়ন ও অর্থনীতিতে মধ্যবিত্তের অংশগ্রহণ উল্লেখযোগ্য। অথচ রাষ্ট্রীয়ভাবে মধ্যবিত্তদের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই।

গ্রিসে আতঙ্কে রাত কাটে অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের-মানবজমিন

আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে আরো কঠোর হচ্ছে ইউরোপ। এরই মাঝে ২০১৬ সালের পর প্রথমবারের মতো অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে ইউরোপের দেশ গ্রিস। সম্প্রতি একটি চার্টার ফ্লাইটে করে ১৯ জনকে ফেরত পাঠানোর ঘটনায় আতংক বিরাজ করছে বাংলাদেশি অভিবাসীদের মাঝে।

এই আতংকের মাঝে গত বুধবার একটি আনন্দের খবরও আসে। বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রিসের মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ সমঝোতা স্মারক সইয়ের ফলে প্রতিবছর চার হাজার বাংলাদেশি কর্মীকে কাজ করার সুযোগ দেবে গ্রিস।এর বাইরে বছরে ৪০০০ বাংলাদেশি নাগরিককে মৌসুমি কাজের ভিসা দিবে দেশটির সরকার, যা পাঁচ বছর ধরে চলমান থাকবে। আবেদনকারীর অবশ্যই কাজের নিয়োগপত্র থাকতে হবে, যা দিবেন গ্রিসের নিয়োগকর্তা।

অব্যাহত থাকবে ফেরত পাঠানোর প্রক্রিয়া:

গ্রিসে বসবাস করেন প্রায় ৩০ হাজার বাংলাদেশি। গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী বৈধ অনুমতি নিয়ে দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। এর বাইরে অনেকে রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল হয়েছে। অবৈধ উপায়ে গ্রিসে প্রবেশ বন্ধে কড়াকড়ির পাশাপাশি সম্প্রতি এমন অভিবাসীদের বিরুদ্ধেও তৎপর হয়েছে কর্তৃপক্ষ।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

তৃণমূলের সাহায্য লাগবে না: রাহুল-আনন্দবাজার পত্রিকা

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসকে গোয়ার নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস জোটের প্রস্তাব দিলেও কংগ্রেস তাতে সাড়া দেয়নি। নির্বাচনের পরও তৃণমূলের সঙ্গে জোট করার প্রয়োজন পড়বে না বলে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার গোয়ায় গিয়ে তৃণমূলের সঙ্গে ভোট পরবর্তী জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে রাহুল এ কথা বলেন। ৪০ আসনের গোয়া বিধানসভার ভোটগ্রহণ সোমবার। তিনি বলেন, কংগ্রেস একাই গোয়া বিধানসভায় স্বচ্ছন্দে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে।

অন্তর্দ্বন্দ্ব মেটাতে আজ কালীঘাটে মমতার বৈঠক, মিলবে কি সমাধান সূত্র?  -আজকাল

দামামা বেজে গেছে পুরযুদ্ধের।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

আজ বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরসভার ভোট। কিন্তু পুর ভোটের দিকে কতটা নজর রয়েছে তৃণমূল নেতৃত্বের? এই মুহূর্তে দলীয় অশান্তি নিয়েই জেরবার তারা। ‘এক ব্যক্তি এক পদ’, আইপ্যাক, অভিষেক ব্যানার্জি, মদন মিত্র ইত্যাদি বিভিন্ন ইস্যুতে দলীয় অশান্তি সামনে এসেছে। পরিস্থিতি এমন যে আজ মমতা ব্যানার্জি কালীঘাটে বিকেল পাঁচটা নাগাদ বৈঠকে বসতে চলেছেন বলে খবর। এই বৈঠকে থাকার কথা অভিষেক ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্যের।

CAA কাণ্ডে বিক্ষোভকারীদের থেকে ক্ষতিপূরণ চেয়ে ভর্ৎসিত যোগী সরকার, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের-সংবাদ প্রতিদিন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ধাক্কা খেল, ধাক্বা খেল বিজেপি

নির্বাচনের মরশুমে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হতে হল উত্তরপ্রদেশ সরকারকে। নাগরিক সংশোধনী আইনের বিরোধিতায় হওয়া প্রতিবাদে বিক্ষোভকারীদের থেকে যে ক্ষতিপূরণ আদায় করছে যোগী সরকার, তা বন্ধ করতে শুক্রবার কড়া বার্তা দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় (DY Chandrachud) এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে বলে, দ্রুত এসব বন্ধ করুন। নাহলে আমরা করব।

আদালতের এমন পর্যবেক্ষণে দেশের সর্বাধিক জনবসতিপূর্ণ রাজ্যের নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে বড় ধাক্কা খেল উত্তরপ্রদেশ সরকার। ২০১৯ সালে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর নাগরিক সংশোধনী আইন আনে মোদি (Narendra Modi) সরকার। যার প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। বাদ যায়নি উত্তরপ্রদেশও। সরকারি সম্পত্তি-সহ অন্যান্য অনেক কিছুই ক্ষয়ক্ষতির মুখে পড়ে। বিক্ষোভে জড়িত থাকা ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরু করে যোগী (Yogi Adityanath) সরকার। যার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয় মামলা। তারই শুনানিতে এদিন পর্যবেক্ষণে বেঞ্চ জানায়, সরকার নিজেই অভিযোগকারী, বিচারক ও শাস্তিদাতার ভূমিকা নিচ্ছে। সরকারের উচিত আইনি পথ অবলম্বন করা। দ্রুত এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। নাহলে আদালত হস্তক্ষেপ করে সব মামলা খারিজ করবে। এর জন্য উত্তরপ্রদেশ সরকারকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ