তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না- মির্জা ফখরুল
আইনস্টাইন এলেও ইভিএমের ফল পরিবর্তন করা সম্ভব নয়: সিইসি
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৬ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- জানুয়ারিতে ব্যাংকিং খাতে তারল্য কমেছে ৮ হাজার কোটি -মানবজমিন
- শিশু হত্যায় পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড ও আমৃত্যু মায়ের - বাংলাদেশ প্রতিদিন
- আইনস্টাইন এলেও ইভিএমের ফল পরিবর্তন করা সম্ভব নয়: সিইসি -প্রথম আলো
- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না: মির্জা ফখরুল -যুগান্তর
- মেডিক্যালে দুস্থ কোটার নামে বাণিজ্য বন্ধ হচ্ছে -ইত্তেফাক
কোলকাতার শিরোনাম:
- সংস্কৃতির পীঠস্থান বাংলা! ‘মন কি বাত’এ মোদী -সংবাদ প্রতিদিন
- নিশীথের গাড়িতে হামলায় গ্রেফতার বিজেপিরই কর্মী!-আনন্দবাজার
- এলআইসি’কে ডোবাচ্ছে আদানিরা-গণশক্তি
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
১. জেলায় জেলায় বিএনপি’র পদযাত্রা, বাধা, সংঘর্ষ। দৈনিক মানবজমিন পত্রিকার এই শিরোনামকে কীভাবে দেখছেন?
২. রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হলো। এই এক বছর পর এসে কী বলবেন এ যুদ্ধ সম্পর্কে? কতটা প্রভাব পড়লো বিশ্বের ওপর?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
আইনস্টাইন এলেও ইভিএমের ফল পরিবর্তন করা সম্ভব নয়: সিইসি-প্রথম আলো
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফল পরিবর্তন করা সম্ভব নয় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘অনেকেই প্রশ্ন তোলেন ভোটের ১০ মিনিট পরে ইভিএম-এ ফল বিপর্যয় ঘটানো হয়। কিন্তু সেটা সম্ভব নয়। আমি ইভিএম পরীক্ষা করে দেখেছি, আইনস্টাইন (বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন) এলেও ফল পরিবর্তন করা সম্ভব নয়।’ সিইসি বলেন, ‘আমাদের নির্বাচন করতেই হবে। আমরা অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কাজী হাবিবুল আউয়াল বলেন, তবে সব বিষয় ইসির নিয়ন্ত্রণে নয়। কিছু দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের। নির্বাচন কমিশন প্রত্যাশা করে, বড় রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করে। নিজেদের মধ্যে যদি কোনো বোঝাপড়া থাকে, সেটি আলোচনার মাধ্যমে সমাধান করে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা নির্বাচন করব সংবিধানের বিধান অনুযায়ী। যেটা বর্তমানে বহাল আছে। সেভাবেই আমাদের নির্বাচন করতে হবে। একইভাবে আমাদের প্রত্যাশা থাকবে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করবে।’
ইভিএম বিষয়ে সিইসি বলেন, যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা মেশিনটি পরীক্ষা করে দেখতে পারেন। বাংলাদেশে আনা এই অত্যাধুনিক মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না: মির্জা ফখরুল-যুগান্তর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। রোববার রাজধানীর ডিআরইউতে আয়োজিত পিলখানায় বিডিআর বিদ্রোহে শহিদ হওয়া সেনাদের স্মরণে বিএনপির আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের অস্তিত্ব সংকটে, বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছে এ সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই সরকারের মন্ত্রীরা দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন। জনগণের চোখের ভাষা পড়ুন, তারা এ সরকারের পরিবর্তন চায়।
তিনি বলেন, এ সরকারের সঙ্গে রাজপথেই ফায়সালা হবে, আমরা ঐক্যবদ্ধ, ইতোমধ্যে রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসবে, ততক্ষণ কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
মির্জা ফখরুল বলেন, যখনই তারা সরকারে এসেছে বেআইনিভাবে আসুক আর যেভাবে আসুক আবার জবরদখলভাবে আসুক, তখনই এ দেশের বড় ক্ষতি হয়েছে। ১৯৭২ সালে এবং ১৯৭৫ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল; ঠিক তখন একই কায়দায় আওয়ামী লীগ এ দেশের সর্বনাশ করেছে।
জানুয়ারিতে ব্যাংকিং খাতে তারল্য কমেছে ৮ হাজার কোটি-মানবজমিন
জুন মাসে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল ২ লাখ ৩ হাজার ৪৩৫ কোটি টাকা; এরপর তা কমতে কমতে জানুয়ারিতে এসে ঠেকে ১ লাখ ৩৭ হাজার ৬০০ কোটি টাকায়। এরমধ্যে গত জানুয়ারি মাসে অতিরিক্ত তারল্যের পরিমাণ কমেছে ৮ হাজার ১২৮ কোটি টাকা। এদিকে নামে-বেনামে ঋণ বিতরণের খবর প্রচারিত হওয়ায় সাম্প্রতিক সময়ে ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিয়েছে অধিকাংশ গ্রাহক। এতে ৩ মাসের ব্যবধানে ডিসেম্বর শেষে দেশে কার্যরত শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোর আমানত কমেছে ১১ হাজার ৪২৬ কোটি টাকা বা ২.৭১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ব্যাংকাররা জানান, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপক ডলার বিক্রি, কম আমানত রেট, ডলারের রেট ব্যাপক বৃদ্ধি ও কয়েকটি ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, গ্রাহকের নগদ অর্থ উত্তোলনে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কমছে। এ ছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাপনের খরচ বেড়ে গেছে। এজন্য অনেকে জমানো টাকা তুলে ব্যয় মেটাচ্ছেন। আবার আমানতের কম সুদের কারণে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে অন্য খাতে বিনিয়োগ করছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল ২ লাখ ৩ হাজার ৪৩৫ কোটি টাকা। এরপর তা কমতে কমতে জানুয়ারিতে এসে ঠেকে ১ লাখ ৩৭ হাজার ৬০০ কোটি টাকায়।
বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০২২ সাল জুড়েই ব্যাংকগুলো ডলার সংকটে। এই সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাপক ডলার কেনায় ব্যাংকগুলোর তারল্য সংকট দেখা দেয়।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
ফের ‘টার্গেট কিলিং’ উপত্যকায়, পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু এক কাশ্মীরি পণ্ডিতের-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ভূস্বর্গে ফের খুন হলেন এক কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit)। রবিবার সকালে পুলওয়ামায় সঞ্জয় শর্মা নামে ব্যাংকের এক নিরাপত্তা রক্ষীকে গুলি করে জঙ্গিরা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। হামলার পরই পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী।জানা গিয়েছে, বাজার যাচ্ছিলেন সঞ্জয়। সেই সময়ই তাঁর উপরে হামলা চালায় আততায়ীরা। এলাকায় হিন্দু পণ্ডিতদের উপরে হামলার মোকাবিলায় সশস্ত্র বাহিনী মোতায়েন করেছিল প্রশাসন। এরপরও কী করে এমন হামলা হল খতিয়ে দেখা হচ্ছে।
চার মাসের মধ্যে হিন্দু পণ্ডিতের উপরে এটাই প্রথম হামলা। গত বছর একের পর এক হিন্দু পণ্ডিতরা ‘টার্গেট কিলিংয়ের’ শিকার হচ্ছিলেন। তিনজন কাশ্মীরি পণ্ডিত-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪ জন প্রাণ হারান। কাশ্মীরের নানা জায়গায় এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে দেখা যায় কাশ্মীরি পণ্ডিতদের। উল্লেখ্য, কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছর ধরেই কাশ্মীরি পণ্ডিতদের ‘টার্গেট কিলিং’ বাড়ছে। যে কোনও দিন খুন করতে পারে জেহাদিরা। লাগাতার দেওয়া হচ্ছে হুমকি। অভিযোগ, নিরাপত্তার নিশ্চিত করতে কোনও পদক্ষেপই করছে না প্রশাসন। ফলে আরও নিরাপত্তাহীনতায় ভুগছেন উপত্যকার সংখ্যালঘুরা।
পাঞ্জাবে ফের মাথাচাড়া দিচ্ছে খলিস্তানিরা! রাজনৈতিক ফায়দা তুলতেই চুপ মোদি সরকার? উঠছে প্রশ্ন-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে,
পাঞ্জাবে খলিস্তানি আন্দোলন মাথাচাড়া দিচ্ছে বলে অভিযোগ। পুলিশ ফাঁড়িতে তরোয়াল-লাঠি নিয়ে চড়াও হয়েছে খলিস্তানপন্থীরা। তবু চুপ কেন্দ্রীয় সরকার। সাধারণত বিরোধী দল শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলায় সামান্য সমস্যা দেখা গেলেও রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাঞ্জাবের বিক্ষোভে খলিস্তানি ইন্ধন থাকার অভিযোগ থাকলেও এখনও কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র। যা নিয়ে উঠছে প্রশ্ন।
এলআইসি’কে ডোবাচ্ছে আদানিরা-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু গৌতম আদানির শেয়ার জালিয়াতির মাশুল গুনছে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসি। কারচুপি করে ফুলিয়ে ফাঁপিয়ে অস্বাভাবিক উচ্চমূল্যের বন্ধুর কোম্পানির শেয়ার এলআইসি’কে দিয়ে কেনাতে বাধ্য করেছিল মোদীর সরকার।মোদীর বন্ধুর কর্পোরেট যে শেয়ার বাজারে কারচুপি ও জালিয়াতি করে শেয়ারের মূল্য বাড়িয়ে সীমাহীন অর্থ ঘরে তুলছে সেটা নিয়ে সন্দেহ-অভিযোগ অনেক দিন ধরেই ছিল।
ভয়াবহ মাত্রায় স্কুলছুট, তথ্য সরকারি সমীক্ষাতেই-এ শিরোনাম দৈনিক গণশক্তি পত্রিকার। দৈনিকটির অপর একটি খবরের শিরোনাম- কেন উবে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা?-বিস্তারিত খবরে লেখা হয়েছে, এই বছর ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবছরের তুলনায় প্রায় চারলক্ষ কম।গত প্রায় পনেরো বছর ধরে এই সংখ্যাটা দশলক্ষের আশেপাশে থাকছিল।কিন্তু এই বছর সংখ্যাটা একেবারে ছয়লক্ষে নেমে আসাটা বেশ একটা ভীতিপ্রদ ব্যাপার।নবম-দশমে দুই লক্ষ ড্রপ আউট ছাড়া আর কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। অর্থাৎ দুই বছরে পঁচিশ শতাংশ ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের আওতার বাইরে চলে গেছে। যথেষ্ট ভয়ংকর একটা পরিসংখ্যান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিল বিজেপি। ফলে, কোচবিহারে তীব্র হচ্ছে রাজনৈতিক চাপান-উতোর। শনিবারের অশান্তির ঘটনায় মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে অস্ত্র। এখন বিজেপির অভিযোগ, পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করেনি। বেছে বেছে শুধু বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬