রমনায় বোমা হামলার ২২ বছর
'জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুট লিখে হুমকি দিয়েছে'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১৩ এপ্রিল বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার-প্রথম আলো
- মরদেহ দান নয়, গণবিশ্ববিদ্যালয়ে চিরশায়িত হবেন ডা. জাফরুল্লাহ-যুগান্তর
- তারেক-জোবাইদার বিচার শুরু-ইত্তেফাক
- দুষ্টু পোলাপান চিরকুটে হুমকি দিয়েছে : ডিএমপি কমিশনার-কালের কণ্ঠ
- নীতিমালা নিয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন না হতে বললেন সিইসি-বাংলাদেশ প্রতিদিন
- টাকার বিনিময়ে বিচার করা বিচারকদের ডাকাতের চেয়েও খারাপ বললেন প্রধান বিচারপতি-মানবজমিন
কোলকাতার শিরোনাম:
- নিশীথের কনভয়-হামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে-আনন্দবাজার পত্রিকা
- আশঙ্কা প্রকাশ করেছিলেন বাবা, এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিকের ছেলে -সংবাদ প্রতিদিন
- এবার সিলেবাস থেকে বাদ মৌলানা আজদের নাম-গণশক্তি
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

শহীদ মিনারে মানুষের ভালোবাসায় সিক্ত জাফরুল্লাহ চৌধুরী, গার্ড অব অনার প্রদান-মানবজমিন/প্রথম আলো/ইত্তেফাকসহ বাংলাদেশের সব জাতীয় দৈনিকে খবরটি বিশেষ গুরুত্বের সাথে পরিবেশিত হয়েছে। খবরে লেখা হয়েছে,বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। মানবজমিন এ সম্পর্কে নির্বাচিত কলাম সাম্প্রতিক প্রসঙ্গে লিখেছে, নিভে গেল জাতির আরেক সত্যনিষ্ঠ আলোকবর্তিকা। এতে লেখা হয়েছে, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালের মধ্যদিয়ে কালোকে কালো আর সাদাকে সাদা বলার আরও একজন মানুষের সংখ্যা কমলো দেশ থেকে। এই মানবিক মানুষটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমসহ সবার আলোচনায়ই ঘুরে-ফিরে আসছেন জাফরুল্লাহ চৌধুরী। কর্মবীর, দেশপ্রেমিক এই মানুষটির ৮১ বছরের জীবনাবসানেও মনে হচ্ছে কী যেন হারিয়ে ফেলেছি আমরা। জাতির যেসব সূর্যসন্তান আজকের এই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ গড়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি তার অন্যতম। লড়াকু মানুষটি আমৃত্যু লড়ে গেছেন আপামর মানুষের জন্য।
টাকার বিনিময়ে বিচার করা বিচারকদের ডাকাতের চেয়েও খারাপ বললেন প্রধান বিচারপতি-মানবজমিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, টাকার বিনিময়ে কোনো বিচারক বিচার করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই হুশিয়ারি দেন। প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি একটি ক্যানসার। আঙ্গুলে ক্যানসার হলে তা কেটে ফেলে দিতে হয়। যে জজ বিচার বিক্রি করেন, ক্যানসার হিসেবে তাকেও কেটে ফেলতে একটুও দ্বিধা করা হবে না। তিনি বলেন, আমি মনে করি, একজন ডাকাত যখন ডাকাতি করে, তখন চড় থাপ্পড় মেরে কিছু সম্পদ নিয়ে যায়, কিন্তু যিনি টাকার বিনিময়ে বিচার করে একজনের সম্পদ অন্যজনকে দিয়ে দেন, তিনি ডাকাতের চেয়েও খারাপ। আমরা এ জন্য যুদ্ধ করিনি। তিনি বলেন, যদি কোনো জজের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের লক্ষ্য, মানুষ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পায়।

আইন আদালত সম্পর্কিত প্রথম আলোর খবরে লেখা হয়েছে, ২২ বছর আগে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। ঐ ঘটনায় পৃথক দুটি মামলা হয়। দুটির মধ্যে হত্যা মামলায় ২০১৪ সালে বিচারিক আদালতের রায় হয়। রায়ের ৯ বছর পেরোলেও দ্বিতীয় ধাপে মামলাটি এখনো হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায়। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক-জোবায়দার বিচার শুরু হয়েছে। খবরে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ মামলায় তাদের আইনজীবী নিয়োগের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আইনজীবী নিয়োগ করতে পারবেন না তারেক-জোবায়দা।
দুষ্টু পোলাপান চিরকুটে হুমকি দিয়েছে : ডিএমপি কমিশনার-কালের কণ্ঠ
জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুট লিখে হুমকি দিয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, বাংলা নববর্ষবরণ উপলক্ষে রমনার অনুষ্ঠান ঘিরে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই।
নীতিমালা নিয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন না হতে বললেন সিইসি-বাংলাদেশ প্রতিদিন

নির্বাচনের খবর সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞাসহ নানা বিধি-নিষেধ আরোপ করে জারি করা নীতিমালা নিয়ে উদ্বিগ্ন না হতে বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আমরা নীতিমালার ওপর মতামতগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো। সিইসি বলেন, আমরা বলতে চাই কোনো ডকুমেন্ট কিন্তু চিরস্থায়ী নয়। যদি প্রয়োজন হয়, সময়ের সঙ্গে পরিবর্তন করা যায়। আমরা যে নীতিমালা জারি করেছি, সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আরও আলোচনা করব। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতা চায়। কমিশন সুশৃঙ্খল, সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক সেই জিনিসটা চায়।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
নিশীথের কনভয়-হামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের উপর হামলায় ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। গত ২৮ মার্চ এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, পুনরায় রায় বিবেচনা করতে হবে কলকাতা হাই কোর্টকে। গত ২৮ মার্চ হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দেয়, নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্ত করবে সিবিআই।
দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী কে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি?-আনন্দবাজার পত্রিকা

নির্বাচনের সময় কমিশনকে দেওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে পর্যবেক্ষণ সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্ (এডিআর)- এর রিপোর্টে জানানো হয়েছে সেই তথ্য। বলা হয়েছে, দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা! অন্য দিকে, এডিআর রিপোর্ট জানাচ্ছে দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির মূল্য ৫১০ কোটি টাকা! ওই রিপোর্টে বলা হয়েছে দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতিও। ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের পেমা খান্ডু। বিজেপি নেতা পেমার সম্পত্তির মোট আনুমানিক অঙ্ক ১৬৩ কোটি টাকা।
আশঙ্কা প্রকাশ করেছিলেন বাবা, এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিকের ছেলে-সংবাদ প্রতিদিন
ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদের (Atiq Ahmed) ছেলে-সহ দু’জনের মৃত্যু হল পুলিশের গুলিতে। ঝাঁসিতে ঘটেছে ওই এনকাউন্টারের ঘটনা। উল্লেখ্য, কয়েক দিন আগেই আতিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। বৃহস্পতিবার এনকাউন্টারে মৃত্যু হল তাঁর ছেলে আসাদ আহমেদের। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছিল যোগীরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আতিকের ভয় ছিল তাঁকে এনকাউন্টারের মুখে পড়তে হবে। শেষ পর্যন্ত তিনি নন, এনকাউন্টারে প্রাণ হারালেন তাঁর ছেলে।
এবার সিলেবাস থেকে বাদ মৌলানা আজদের নাম-গণশক্তি
ইতিহাস মুছে ফেলার ধারাবাহিকতা চলছেই কেন্দ্রের মদতে। এবার কোপ পড়ল মৌলানা আবুল কালাম আজাদের ওপর। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) এর ১১ শ্রেনীর রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের কথা মুছে ফেলা হয়েছে। মহাত্মা গান্ধীর হত্যার প্রসঙ্গ মুছে ফেলার পরেই এই পদক্ষেপ। পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ে 'সংবিধান কী এবং কেন'তে, গণপরিষদ কমিটির বৈঠক থেকে মৌলানা আজাদের নাম বাদ দেওয়ার জন্য একটি লাইন সংশোধন করা হয়েছে। সংশোধিত লাইনে এখন লেখা আছে, "সাধারণত, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল বা বিআর আম্বেদকর এই কমিটিগুলির সভাপতিত্ব করতেন।"

১৯৪৬ সালে মৌলানা আজাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সংবিধানের খসড়া তৈরির জন্য ভারতের নতুন গণপরিষদের নির্বাচনে কংগ্রেসের নেতৃত্ব দিয়ে। কংগ্রেস সভাপতি হিসেবে ষষ্ঠ বছরে তিনি ব্রিটিশ ক্যাবিনেট মিশনের সাথে আলোচনার জন্য একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মৌলানা আজাদ ছাড়াও জম্মু ও কাশ্মীরের শর্তসাপেক্ষে যোগদানের উল্লেখও একই পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছে। বইটির দশম অধ্যায়ে 'সংবিধানের দর্শন' শিরোনামে একটি বাক্য মুছে ফেলা হয়েছে কাশ্মীর সম্পর্কে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩