সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোনের আনাগোনা
-
আত-তানফ ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি উগ্র সন্ত্রাসীরাও তৎপর রয়েছে
সিরিয়ায় দখলদার মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আবারো অজ্ঞাত ড্রোনের হানা দেয়ার ঘটনা ঘটেছে। সিরিয়া, ইরাক এবং জর্দান সীমান্তের কাছে অবস্থিত আত-তানফ ঘাঁটিতে মঙ্গলবার সন্ধ্যায় দুটি ড্রোন হানা দেয় বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজ জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী আত-তানফ ঘাঁটি এলাকায় দুটি ড্রোন চিহ্নিত করে। এর মধ্যে একটি অত্যন্ত আগ্রাসীভাবে ঘাঁটির দিকে এগিয়ে যায় এবং মার্কিন বাহিনী ড্রোনটিকে ভূপাতিত করে। অন্য ড্রোনটি পথ পরিবর্তন করে ঘাঁটি এলাকা থেকে চলে যায়।
এই ঘটনায় কোনো হতাহতের খবর জানায় নি এনবিসি টেলিভিশন। এছাড়া ড্রোনগুলো কোনো রকমের বিস্ফোরক কিংবা রকেট বহন করছিল কিনা তাও জানা যায় নি। এই ঘাঁটিতে কয়েকদফা বিস্ফোরণের ঘটনা ঘটার কয়েকদিন পর ঘাটির উপরে অজ্ঞাত ড্রোনের আনাগোনার খবর বের হলো।
সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি থাকলেও তাকে দেশটির সরকার ও প্রতিরোধ যোদ্ধারা দখলদারিত্ব বলে চিহ্নিত করছে। সিরিয়া সরকারের অনুমতি না নিয়েই আমেরিকা সেখানে সেনা মোতায়েন করে রেখেছে।#
পার্সটুডে/এসআইবি/১৬