ইসরাইল থেকে গ্যাস আমদানির খবর মিথ্যাচার: লেবানন
https://parstoday.ir/bn/news/west_asia-i102590-ইসরাইল_থেকে_গ্যাস_আমদানির_খবর_মিথ্যাচার_লেবানন
দখলদার ইসরাইল থেকে গ্যাস আমদানির খবর সরাসরি প্রত্যাখ্যান করেছে লেবানন। লেবাননের জ্বালানি মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের চ্যানেল-টুয়েলভ গ্যাস আমদানি সংক্রান্ত যে খবর সম্প্রচার করেছে তা পুরোপুরি ভিত্তিহীন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৬, ২০২২ ১৯:৩২ Asia/Dhaka
  • ইসরাইল থেকে গ্যাস আমদানির খবর মিথ্যাচার: লেবানন

দখলদার ইসরাইল থেকে গ্যাস আমদানির খবর সরাসরি প্রত্যাখ্যান করেছে লেবানন। লেবাননের জ্বালানি মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের চ্যানেল-টুয়েলভ গ্যাস আমদানি সংক্রান্ত যে খবর সম্প্রচার করেছে তা পুরোপুরি ভিত্তিহীন।

এতে আরও বলা হয়েছে, লেবানন ও মিশরের মধ্যে গ্যাস বিষয়ে যে আলোচনা চলছে তা স্পষ্ট। লেবানন মিশরের গ্যাস আমদানি করতে চায়। মিশরের নিজস্ব গ্যাস রয়েছে। সেখান থেকেই একটা অংশ লেবাননে পাঠাবে তারা। এই গ্যাস জর্ডানের ভূখণ্ড হয়ে সিরিয়ায় ঢুকবে। এরপর সিরিয়া সরকার সমপরিমাণ গ্যাস হোমসের গ্যাসক্ষেত্র থেকে লেবাননে পাঠাবে। এই প্রক্রিয়ার ভিত্তিতে সমঝোতা চুক্তি সইয়ের লক্ষ্যে কাজ চলছে।

এ অবস্থায় উদ্দেশ্য-প্রণোদিতভাবে ইসরাইলি গণমাধ্যম মিথ্যা খবর প্রচার করছে বলে লেবাননের জ্বালানি মন্ত্রণালয় দাবি করেছে।

লেবাননে জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। এ কারণে দেশটির সরকার অনেক দিন ধরেই মিশর থেকে গ্যাস আমদানির চেষ্টা করে আসছে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।