ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ৫ ইহুদিবাদী নিহত
(last modified Wed, 30 Mar 2022 06:40:03 GMT )
মার্চ ৩০, ২০২২ ১২:৪০ Asia/Dhaka
  • মঙ্গলবার রাতে বেনেই ব্র্যাক শহরে একজন ইসরাইলির লাশের পাশে ইহুদিবাদী নিরাপত্তা কর্মীদের তৎপরতা
    মঙ্গলবার রাতে বেনেই ব্র্যাক শহরে একজন ইসরাইলির লাশের পাশে ইহুদিবাদী নিরাপত্তা কর্মীদের তৎপরতা

ইহুদিবাদী ইসরাইলের বেনেই ব্র্যাক শহরে মটোরসাইকেল-আরোহী এক বন্দুকধারী ফিলিস্তিনির গুলিতে পাঁচ অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। রাজধানী তেল আবিবের পূর্বে অবস্থিত ওই শহরে পাঁচ ইহুদিবাদীকে খতম করার পর ইসরাইলি পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী ফিলিস্তিনি।

ম্যাগেন ডেভিড অ্যাডোম এমার্জেন্সি সার্ভিসের প্রধান এলি বিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি পাঁচ ইসরাইলির মৃত্যু নিশ্চিত করেছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, একটি কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি করে পাঁচ ইহুদিবাদীকে হত্যা করা হয়।

হামলাকারীকে ২৬ বছর বয়সি একজন ফিলিস্তিনি হিসেবে শনাক্ত করা হয়েছে যাকে ফাতাহ আন্দোলনের সদস্য হওয়ার কারণে ইসরাইলিরা এর আগে ধরে নিয়ে জেলে পুরে রেখেছিল। ইসরাইলি পুলিশ বলেছে, তারা গুলি করে বন্দুকধারী ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরাইলি কর্তৃপক্ষ ‘বেনেই ব্র্যাক’ শহরের পাশাপাশি নিকটস্থ ‘রামাত গান’ অবৈধ বসতির অভিবাসীদেরকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

এর দু’দিন আগে ইসরাইলের উত্তরাঞ্চলীয় হাদেরা শহরে বন্দুকধারীরা দুই ইসরাইলিকে গুলি করে হত্যা করেছিল।রোববারের ওই ঘটনায়ও ইসরাইলি পুলিশের হামলায় বন্দুকধারী দুই ফিলিস্তিনি শহীদ হন।  

গতমাসে জেরুজালেম আল-কুদস শহরের শেখ জারাহ এলাকায় ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর দমন অভিযান চালানোর পর দু’পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।শেখ জারাহ থেকে এক ডজনেরও বেশি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের প্রতিবাদে নির্যাতিত ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে দমন অভিযান চালায় ইসরাইলি সেনারা।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ