এপ্রিল ১০, ২০২২ ১৭:২৯ Asia/Dhaka
  • সৌদি কামান থেকে গোলার্ষণ করা হচ্ছে (ফাইল ফটো)
    সৌদি কামান থেকে গোলার্ষণ করা হচ্ছে (ফাইল ফটো)

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর গোলাবর্ষণে অন্তত দুই জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার এবং সৌদি আরবের মধ্যে দুই মাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও এই হামলা চালালো সৌদি সীমান্তরক্ষীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শনিবার রাতে সৌদি সেনারা সা'দা প্রদেশের রাজি এলাকায় গোলা বর্ষণ করলে ওই দুই বেসামরিক ব্যক্তি নিহত ও তিনজন আহত হনতবে সৌদি গোলাবর্ষণে ঘর-বাড়ি ধ্বংস কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি

ইয়েমেনর আকাশে প্রায়ই সৌদি স্ক্যান ঈগল ড্রোন গোয়েন্দা তৎপরতা চালায়

ইরানের প্রেস টিভি জানিয়েছে, ২৪ ঘন্টায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা এবং ভাড়াটে তাকফিরি সন্ত্রাসীরা ইয়েমেনে ১০৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরমধ্যে ইয়েমেনের কয়েকটি প্রদেশের ওপর সৌদি আরব আকাশপথে ৭৬ বার গোয়েন্দাবৃত্তি চালিয়েছে। এছাড়া, তেলসমৃদ্ধ মারিব প্রদেশের আল-আকাদ এলাকায় সৌদি সমর্থিত গেরিলারা ইয়েমেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দুর্গ প্রতিষ্ঠা করেছে।#

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ