সৌদি আরব আরো ১৪ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i10885-সৌদি_আরব_আরো_১৪_ব্যক্তিকে_মৃত্যুদণ্ড_দিয়েছে
সৌদি আরব দেশটির শিয়া অধ্যুষিত এলাকায় আরো ১৪ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০১, ২০১৬ ১৭:১৩ Asia/Dhaka
  • সৌদি আরব আরো ১৪ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে

সৌদি আরব দেশটির শিয়া অধ্যুষিত এলাকায় আরো ১৪ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে।

আন্তর্জাতিক সমাজের প্রতিবাদ এবং আহ্বান উপেক্ষা করে সৌদি আরব এর আগে গত জানুয়ারিতে দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল নিমরসহ অন্য আরো ৪৬ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে।এতে সৌদি আরব মারাত্মক কূটনৈতিক সংকটে পড়ার পাশাপাশি বিশ্বব্যাপি কঠোর সমালোচনার মুখে পড়ে।

শিয়া অধ্যুষিত কাতিফ অঞ্চলে আলে সৌদ সরকারের কঠোর দমনপীড়নের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া, ২০১৪ সাল থেকে কাতিফের পাশাপাশি অন্যান্য এলাকায় তাকফিরি দায়েশের হামলায় কয়েক ডজন ব্যক্তি নিহত হয়েছে।

রাজনৈতিক বিরোধীদেরকে অভিযুক্ত করার সৌদি আরবের বিচার প্রক্রিয়ার প্রতি মানবাধিকার সংস্থাগুলো অনাস্থা প্রকাশ করে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সৌদি কর্তৃপক্ষ রাজনৈতিক বিরোধীদেরকে তাদের আইনজীবীদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ তো দেয়ই না বরং নিজেদেরকে রক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তারা অভিযুক্তদেরকে কোনো প্রকার আইনি সহায়তাও দেয় না।#

 

পার্সটুডে/বাবুল আখতার/১