দিয়ালিয়ায় প্রাণঘাতী হামলা
দায়েশের ১৪ সন্ত্রাসীকে জীবিত ধরেছে ইরাক
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত ১৪ সদস্যকে জীবিত অবস্থায় আটক করেছে ইরাকের নিরাপত্তাবাহিনী।
ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালিয়া প্রদেশে এক হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার কয়েক ঘন্টা পর ইরাকি নিরাপত্তাবাহিনী এসব সন্ত্রাসীকে আটক করে। এর মধ্যে দায়েশের তিন শীর্ষ পর্যায়ের কমান্ডার রয়েছে।
ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা গতকাল (রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বাগদাদের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পরিকল্পনা ও তা বাস্তবায়ন করার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ১৪ জনকে আটক করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, আটক ১৪ ব্যক্তির মধ্যে দায়েশের শীর্ষ পর্যায়ের কমান্ডার আবু সাফানা, আবু ওমর এবং আবু মুসাব রয়েছে। এসব সন্ত্রাসীকে কয়েকটি আকস্মিক অভিযানের মাধ্যমে আটক করা হয়।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ২০১৪ সালে ইরাকে ব্যাপক সহিংসতা শুরু করে এবং দেশটির বিরাট অংশ দখল করে নেয়। পরে ইরাকি নিরাপত্তাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দায়েশের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই গোষ্ঠীকে পরাজিত করে।#
পার্সটুডে/এসআইবি/৬