রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান সফরে আসছেন: ক্রেমলিন
(last modified Tue, 12 Jul 2022 11:15:57 GMT )
জুলাই ১২, ২০২২ ১৭:১৫ Asia/Dhaka
  • এরদোয়ান-পুতিন-রায়িসি
    এরদোয়ান-পুতিন-রায়িসি

রাশিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিন জানিয়েছে আগামি সপ্তায় ভ্লাদিমির পুতিন তেহরান সফরে আসছেন। ওই সফরে তিনি ইরান ও তুরস্কের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে: ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন আগামি ১৯ জুলাই মঙ্গলবার ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে তেহরান যাচ্ছেন। আস্তানা আলোচনার কাঠামোর ভিত্তিতে রাশিয়া, ইরান ও তুরস্কের প্রেসিডেন্টদের উপস্থিতিতে ওই বৈঠক করতেই তিনি তেহরান সফর করছেন। পেসকভ এর আগেও ত্রিপক্ষীয় এই বৈঠকের কথা বলেছেন কিন্তু নির্দিষ্ট তারিখ জানান নি। এই বৈঠক আস্তানা শান্তি আলোচনার কাঠামো অনুযায়ী অনুষ্ঠিত হবে। সিরিয়ায় যুদ্ধ বন্ধের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

করোনার বিস্তারকাল থেকে রাশিয়া-ইরান-তুরস্কের মধ্যে 'সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা' নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক সশরীরে অনুষ্ঠিত হয়ে ওঠে নি। সুতরাং তিন দেশের প্রেসিডেন্টের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ