মাটির সঙ্গে মিশে গেল ফিলিস্তিনি বাড়ি; বিয়ের গাড়িতে বরের মা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i111560-মাটির_সঙ্গে_মিশে_গেল_ফিলিস্তিনি_বাড়ি_বিয়ের_গাড়িতে_বরের_মা_নিহত
ফিলিস্তিনের গাজায় আজ (শনিবার) দ্বিতীয় দিনের মতো ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। আজ গাজার পশ্চিম অংশে একটি পাঁচ তলা আবাসিক ভবন বোমার সাহায্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদীরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৬, ২০২২ ১৮:০১ Asia/Dhaka
  • পাঁচতলা ভবনের ধ্বংসাবশেষ
    পাঁচতলা ভবনের ধ্বংসাবশেষ

ফিলিস্তিনের গাজায় আজ (শনিবার) দ্বিতীয় দিনের মতো ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। আজ গাজার পশ্চিম অংশে একটি পাঁচ তলা আবাসিক ভবন বোমার সাহায্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদীরা।

অল্পের জন্য বেঁচে যাওয়া ফিলিস্তিনি নারী নাদিয়া শামাল্লাখ জানিয়েছেন, তারা আজ (শনিবার) সকালে যখন নাস্তা করছিলেন ঠিক তখনি এক প্রতিবেশী এসে দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন। ঘর থেকে বের হওয়ার পরপরই বাড়িটিতে বিমান থেকে বোমা ফেলা হয় এবং বাড়িটি মাটির সঙ্গে মিশে যায়।

ঐ মহিলা বলেছেন, তার পরিবারের চারজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এই বাড়িতে বিমান হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, গাজার বেইত হানুনে বিয়ের গাড়িতে হামলায় এক বয়স্ক নারী শহীদ হয়েছেন। বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীরা যখন কনেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তখনি গাড়িটির ওপর হামলা চালায় ইসরাইলি বিমান। এতে বরের মা শহীদ হন। শহীদ ঐ মায়ের নাম নামেহ আবু কাইদা।

গাজায় গতকাল থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১৩ জন ফিলিস্তিনি শহীদ ও ৮৩ জন আহত হয়েছেন।#  

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।