আগস্ট ১৫, ২০২২ ১৬:১৯ Asia/Dhaka
  • বন্দুকধারীর হামলার পর
    বন্দুকধারীর হামলার পর

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে গতকাল রোববার একজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে যে আট ব্যক্তি আহত হয়েছে তাদের মধ্যে পাঁচজনই মার্কিন নাগরিক। আমেরিকার পররাষ্ট্র দপ্তর গতকাল শেষ বেলায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

গতকাল একজন ফিলিস্তিনি বন্দুকধারী বায়তুল মুকাদ্দাসের পুরনো শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের বহনকারী একটি বাসে এবং একটি গাড়িতে হামলা চালায়। এতে আট ব্যক্তি আহত হয় যাদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক। মার্কিন পররাষ্ট দপ্তরের মুখপাত্র নেড প্রাইস গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন। হামলার কয়েক ঘন্টা পর বন্দুকধারী পুলিশের কাছে আত্মসমর্পণ করে। 

নেড প্রাইস

নেড প্রাইস জানান, আহত মার্কিন নাগরিকদের সঙ্গে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তা নিয়মিত যোগাযোগ রাখছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপত্র নিজেও আহত মার্কিন নাগরিকদের জন্য সমবেদনা এবং সমর্থন প্রকাশ করেন।

হামলার পর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরাইলি সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের নিত্যদিনের অব্যাহত আগ্রাসনের স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই হামলা।

চলতি বছরের সাত মাসে ইহুদিবাদীদের হামলায় অন্তত ৭৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ৩৭টি শিশু রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

ট্যাগ