সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, তিন সেনা আহত
-
সিরিয়ার একটি তেল ক্ষেত্রের কাছে মার্কিন দখলদার সেনাদের টহল
মার্কিন বাহিনীর দখলে থাকা সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় অন্তত তিন সেনা আহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেইর আয-জাওর শহরের কাছে আল-ওমর এবং কনিকো তেল ক্ষেত্রের পাশেই ওই সামরিক ঘাঁটি অবস্থিত। ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় যে তিন সেনা আহত হয়েছে তাদের কারো অবস্থা গুরুতর নয়।
সিরিয়ার বার্তা সংস্থা সানা বলছে, রকেট হামলার পর ওই এলাকা থেকে ধোয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে। মার্কিন সেনারা ওই এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং মার্কিন বিমান ও হেলিকপ্টার উড়াউড়ি করছে।
দেইর আজ-জাওর এলাকায় সিরিয়ার সরকারপন্থী যোদ্ধাদের ওপর মার্কিন বাহিনী বিমান হামলা চালানোর পর মার্কিন নিয়ন্ত্রিত ঘাঁটিতে এই রকেট হামলা চালানো হয়।
মার্কিন গণমাধ্যমগুলো দাবি করছে, সিরিয়ায় তৎপর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একটি ঘাঁটিতে বিমান হামলা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এই দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার জনগণ এবং সন্ত্রাসবাদ বিরোধী যোদ্ধাদের ওপর এটি ছিল সন্ত্রাসী হামলা।#
পার্সটুডে/এসআইবি/২৫