নেতানিয়াহুকে মিথ্যাবাদী বললেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী
(last modified Tue, 01 Nov 2022 11:56:21 GMT )
নভেম্বর ০১, ২০২২ ১৭:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তোজ
    ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তোজ

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিথ্যাবাদী বলে সম্বোধন করলেন। 

আল-মায়াদিনের ওয়েব-পোর্টাল জানিয়েছে ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তোজ গতকাল তাদের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন: সে মিথ্যাবাদী। লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহুকে গান্তোজ আরও বলেন: সে কখনোই সত্য কথা বলতে পারে না। ইসরাইলকে নেতানিয়াহু বিপদে ফেলে দেয় বলেও তিনি মন্তব্য করেন।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ৫ম নির্বাচনের শুরুতে গান্তোজ আরও বলেন: নেতানিয়াহুর মিত্র নেসেট সদস্য ইতমার বিন গাফির এমন এক লোক যার কোনো তথ্যজ্ঞান কিংবা অভিজ্ঞতা নেই। সে মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেবে বলে মন্তব্য করেন গান্তোজ। ইসরাইলের যুদ্ধমন্ত্রী এমন সময় এরকম মন্তব্য করলেন যে সময় নেতানিয়াহু জয়ী হলে বিন গাফির আশা করছেন তিনি মন্ত্রীসভার সদস্য হবেন।

ইহুদিবাদীরা আজ তাদের সংসদ নেসেটের ১২০ জন সদস্য নির্বাচন করার জন্য ভোট দিয়েছেন। ইতোপূর্বে নেতানিয়াহু তার দল লিকুদ পার্টির সমর্থক ও ভোটারদেরকে ভোট দিতে যেতে অনুরোধ করেছেন। তিনি বলেছেন: যে বা যারা ভোট দিতে না গিয়ে ঘরে বসে থাকবে তারা যেন বামপন্থি এবং গান্তোজকেই ভোট দিলো।

এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে,একদল অর্থোডক্স ইহুদি বিষাক্ত দ্রব্য দিয়ে অধিকৃত কুদস শহরের পশ্চিমে একটি নির্বাচনী ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে।অর্থোডক্স ইহুদিদের এই দলটি নির্বাচনের বিরুদ্ধে। তারা ইহুদিবাদীদের উপস্থিতি রোধ করার জন্য একটি ভোট কেন্দ্রে ঢুকে বিষাক্ত পদার্থ স্প্রে করে।

অর্থোডক্স ইহুদিদের বিভিন্ন দল ইহুদিবাদের ঘোর বিরোধী। তাদের যুক্তি হলো ইসরাইল ১৯৪৮ সালে ইহুদিবাদীদের অনুরোধে অস্তিত্ব ঘোষণা করেছিল। তাদের এই ঘোষণাকে তারা "স্রষ্টার বিরুদ্ধে পাপ" বলে মনে করে। সে কারণেই তারা ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে চায়।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ