দখলদারিত্বের অবসান ঘটলেই কেবল তুরস্কের সঙ্গে সম্পর্ক হতে পারে
https://parstoday.ir/bn/news/west_asia-i118380-দখলদারিত্বের_অবসান_ঘটলেই_কেবল_তুরস্কের_সঙ্গে_সম্পর্ক_হতে_পারে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলে তুরস্কের সরকার সামরিক বাহিনীর মাধ্যমে যে দখলদারিত্ব কায়েম করেছে তার অবসান ঘটালেই কেবল আংকারার সঙ্গে দামেষ্কের সম্পর্ক হতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৩ ১৩:২৭ Asia/Dhaka
  • দখলদারিত্বের অবসান ঘটলেই কেবল তুরস্কের সঙ্গে সম্পর্ক হতে পারে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলে তুরস্কের সরকার সামরিক বাহিনীর মাধ্যমে যে দখলদারিত্ব কায়েম করেছে তার অবসান ঘটালেই কেবল আংকারার সঙ্গে দামেষ্কের সম্পর্ক হতে পারে।

রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়া এবং তুরস্কের মধ্যে সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠার তোড়জোড় চলছে। এর অংশ হিসেবে গতকাল রাজধানী দামেস্কে সিরিয়া বিষয়ক রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরেন্তিয়েভের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আসাদের বৈঠক হয় এবং সেখানে তিনি একথা বলেন। 

২০১১ সালের মার্চ মাসে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আবার সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এ নিয়ে রাশিয়ার মধ্যস্থতায় তুরস্ক এবং সিরিয়ার কর্মকর্তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। এরমধ্যে বাশার আসাদ নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন। 

বিশ্লেষকরা বলছেন, তুরস্ক এবং সিরিয়া দুই দেশই মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি গেরিলাদেরকে অভিন্ন শত্রু মনে করে। এই বিষয়টিকে কাজে লাগিয়ে রাশিয়া দু দেশের মধ্যে সম্পর্ক পুনঃনির্মাণের চেষ্টা করছে।

এ বিষয়ে গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় সংবাদ ব্রিফিংয়ের সময় বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের মধ্যে শিগগির একটি বৈঠক হবে তবে এখনো কোন তারিখ ঠিক হয়নি। এর আগে গত ২৮ ডিসেম্বর মস্কোয় রাশিয়া, তুরস্ক এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠক করেছিলেন যা সিরিয়া এবং তুরস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেয়।#

পার্সটুডে/এসআইবি/১৩