আরব দেশগুলোর সংসদ স্পিকাররা আকস্মিকভাবে সিরিয়া সফরে
(last modified Sun, 26 Feb 2023 13:31:32 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৯:৩১ Asia/Dhaka
  • আরব দেশগুলোর সংসদ স্পিকাররা আকস্মিকভাবে সিরিয়া সফরে

কয়েকটি আরব দেশের সংসদ স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতা আকর্ষিকভাবে সিরিয়া সফরে গেছেন। আরবলীগে সিরিয়াকে ফেরত আনার ব্যাপারে যখন জোরদার প্রচেষ্টা চলছে তখন কয়েকটি আরব দেশের স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতা দামেস্ক সফরে গেলেন।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর সিরিয়া সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিযতে শুরু করলে ২২ জাতির জোট আরব লীগ থেকে দামেস্ককে বহিষ্কার করা হয়।
আজ রোববার আরব দেশগুলোর আইনপ্রণেতারা দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তাদেরকে সিরিয়ার জাতীয় সংসদের স্পিকার হাম্মুদা সাব্বাগ অভ্যর্থনা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ইরাকের রাজধানী বাগদাদে আরব আন্ত-সংসদীয় ইউনিয়নের ৩৪তম বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত ইতিবাচক। এই বৈঠকে আরব দেশগুলোর মধ্যকার ঐকের ওপর জোর দেয়া হয় এবং সিরিয়াকে আরব কূটনীতির ধারায় ফিরিয়ে নেয়ার চেষ্টা চলছে।
সাব্বাগ বলেন, আরব দেশগুলোর সংসদ স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতাদের এই সফর একথাই তুলে ধরছে যে, চলমান চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আরব দেশগুলোর যৌথ প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিরিয়া।
সফর সম্পর্কে আরব স্পিকারদের পক্ষ থেকে মিশরের হাউস স্পিকার হানাফি আল জেবালি বলেন, " বিপর্যয়কর ভূমিকম্পের আঘাতের পর সিরিয়ার সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতেন এবং তাদের প্রতি সমর্থন জানাতে আমরা দামেস্ক সফরে এসেছি।"

তিনি বলেন, "আমরা একই আত্মার এবং সিরিয়ার চলমান কঠিন পরিস্থিতিতে আমরা তাদের পাশে রয়েছি।"
গতকাল শনিবার ইরাকের রাজধানী বাগদাদে আরব সংসদীয় ইউনিয়নের বৈঠকে ইরাকের সংসদ স্পিকার মোহাম্মদ আল-হালবুসি সংস্থায় সিরিয়াকে ফেরত নেয়ার ওপর জোর দেন।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ