পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব
ইসরাইলকে সম্পূর্ণরূপে দায়ী করল আরব লীগ
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গতকালের ভয়াবহ দাঙ্গা ও তাণ্ডবের জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলের চরম ডানপন্থী প্রশাসনকে দায়ী করেছে আরব লীগ।
গতকাল (সোমবার) অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে কয়েকটি গ্রামে ধারাবাহিকভাবে হামলা চালায় এবং অন্তত ত্রিশটি বাড়ি এবং বহু সংখ্যক গাড়ি পুড়িয়ে দেয়।
এছাড়া একজন ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে।এর প্রতিবাদে আরব লীগ এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি সেনাদের সমর্থন, অংশগ্রহণ এবং সুরক্ষার আওতায় ইহুদি বসতি স্থাপনকারীরা এই তাণ্ড চালায়। এই ধরনের আগ্রাসনের জন্য ইসরাইলকে চরম মূল্য দিতে হবে বলে আরব লীগের ওই বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
২২ জাতির এ সংস্থা বলেছে, মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা এবং কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা যখন নতুন করে পুনরুজ্জীবিত করা হচ্ছে তখন তা বানচাল করার জন্য ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও নাবলুস-সহ বিভিন্ন শহরে এই ধরনের আগ্রাসন চালাচ্ছে। আরব লীগ সুস্পষ্ট করে বলেছে, পশ্চিম তীরে যে দাঙ্গা, সহিংসতা ও উত্তেজনা সৃষ্টি করা হয়েছে সেটি হচ্ছে ইসরাইলের বর্তমান প্রশাসনের দাপ্তরিক অবস্থান।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।