ইসরাইলের আগ্রাসি নীতি পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের হুমকি সৃষ্টি করেছে
(last modified Wed, 05 Apr 2023 07:29:53 GMT )
এপ্রিল ০৫, ২০২৩ ১৩:২৯ Asia/Dhaka
  • ইসরাইলের আগ্রাসি নীতি পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের হুমকি সৃষ্টি করেছে

ইহুদিবাদী ইসরাইলের দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তেল আবিবের আগ্রাসি নীতির কারণে পুরো অঞ্চল সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে পড়েছে। গতকাল (মঙ্গলবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করে। 

মন্ত্রণালয় বলেছে, আগ্রাসী কর্মকাণ্ডের জবাব থেকে বাঁচতে ইসরাইল তার সমর্থকদের ছাতার নিচে লুকানোর চেষ্টা করছে এবং তাদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে।রাজধানীর দামেস্ক, পশ্চিমাঞ্চলের হোমস শহর এবং তার আশপাশের এলাকায় ইসরাইল সম্প্রতি কয়েকবার হামলা চালিয়েছে। গতকালও ইসরাইল দামেস্কের উপকন্ঠে একটি ভবন লক্ষ্য করে হামলা চালালে দুই বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া, গত শুক্রবার ইসরাইল দামেস্কের ওপর হামলা চালায়, তাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ২ সামরিক উপদেষ্টা শহীদ হন। এরপর ইরানের পক্ষ থেকেও কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।