শেখ জাররাহ অভিযান ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে যথার্থ জবাব
বীরত্বপূর্ণ শেখ জাররাহ অভিযানের জন্য হামাসের অভিনন্দন
ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র বলেছেন: শেখ জাররাহ অভিযান ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে যথার্থ জবাব। ইহুদিবাদীরা আজ অধিকৃত কুদসে হামলা চালালে তার পাল্টা জবাব দেয় ফিলিস্তিনীরা।
তারই পরিপ্রেক্ষিতে হামাস ওই মন্তব্য করলো। অধিকৃত কুদসের শেখ জাররাহ এলাকায় সংঘটিত আজকের সংঘাতে অন্তত ২ জন ইহুদি বসতির অধিবাসী আহত হয়। বার্তা সংস্থা মেহর ফিলিস্তিনী সূত্রের বরাত দিয়ে আরও জানায় কুদসে হামাস মুখপাত্র মুহাম্মাদ হামাদাহ শেখ জাররায় বীরত্বপূর্ণ অভিযানের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন: কুদস এবং আকসা মসজিদে হামলাকারী ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে এই অভিযান ছিল যথার্থ ও বীরত্বপূর্ণ।
হামাদাহ ইহুদিবাদীদের কঠোরভাবে মোকাবেলা করায় ফিলিস্তিনী জনগণের প্রশংসা করেন। তিনি অভিযান পরিচালনাকারী ফিলিস্তিনীদের সহায়তায় এগিয়ে আসার জন্য কুদসের বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে ইহুদিবাদীরা যেন অভিযানকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে না পারে সে ব্যাপারে কুদসবাসীদের সহায়তা কামনা করেন।
হামাসের এই নেতা ফিলিস্তিনী জনগণ বিশেষ করে কুদসের অধিবাসীদের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলা অব্যাহত রাখার ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেন। অধিকৃত ফিলিস্তিনে খ্রিষ্টিয় নববর্ষ ইহুদিবাদীদের বিরুদ্ধে সশস্ত্র মোকাবেলার মধ্য দিয়ে শুরু হয়। কট্টর ডানপন্থী নেতানিয়াহু মন্ত্রিসভা গঠন করার মধ্য দিয়ে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক হয়ে ওটে। এমনকি ইহুদিবাদী নেতাদের অনেকেই ওই উদ্বেগ তথা তৃতীয় ইন্তিফাদা শুরুর আশঙ্কার বিষয়টি গোপন রাখতে পারে নি।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।