নাকাবার দিন শেষ, ঘনিয়ে আসছে ফিলিস্তিনের মুক্তির দিন: কানয়ানি
(last modified Fri, 28 Apr 2023 11:14:38 GMT )
এপ্রিল ২৮, ২০২৩ ১৭:১৪ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: নাকাবার সমাপ্তি এবং ফিলিস্তিনের মুক্তির দিন ঘনিয়ে এসেছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে আজ ইহুদিবাদী ইসরাইলের প্রতিষ্ঠা দিবস। এই বিপর্যয়ের দিনকেই নাকাবা বলে অভিহিত করা হয়।

এই দিনে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে তাদের অস্তিত্ব ঘোষণা করে এবং ফিলিস্তিনের প্রায় আশি ভাগ ভূমি দখল করে। এই দিন ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক অভিবাসনে বাধ্য করে এবং সারা বিশ্ব থেকে ইহুদিদের অধিকৃত ভূমিতে নিয়ে আসতে শুরু করে। এই দিবসকেই ফিলিস্তিনিরা নাকাবা দিবস (ইয়ুমুন-নাকাবা) হিসেবে পালন করে।

এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ একটি টুইট বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন: অন্য একটি জাতির ভূখণ্ড দখল করে ইসরাইল নামক একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার বিপর্যয়কর দিন আজ।

বিশিষ্ট এই কূটনীতিক বলেন: ইসরাইল সম্পর্কে ইহুদিবাদীরা এবং তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকরা যা বলে প্রকৃত সত্য তার বিপরীত। ইসরাইল কোনোভাবেই জাতিবিহীন ভূখণ্ডে গড়ে ওঠা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়। ইসরাইল দখলদার সেনাবাহিনীর মাধ্যমে অপর একটি জাতির ভূমি দখল করে গড়ে ওঠা একটি বর্ণবাদী রাষ্ট্র। 

কানয়ানি বলেন: আমেরিকা এবং ইউরোপের উচিত লজ্জিত হওয়া। কেননা তারা একটি জাতির ভূখণ্ড দখলে ইসরাইলকে সহযোগিতা করেছে। সেইসঙ্গে একটি বর্ণবাদী সরকার প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করে। এমনকি ওই বর্ণবাদী সেনারা যে প্রায় ৭৫ বছর ধরে নিরীহ ফিলিস্তিনীদের ওপর বর্বর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়ে আসছে সে ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে। উল্টো বরং তারা ওই জালেম ইহুদিবাদীদের পাশে দাঁড়িয়েছে।

কানয়ানি বলেন: নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ওপর বিচিত্র নিপীড়ন সত্ত্বেও বর্ণবাদী ইসরাইল এখন অভ্যন্তরীণ সংকটে আগের চেয়ে অনেক বেশি জর্জরিত। তারা এখন  জাল পরিচয় সংকটে ভুগছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন: নাকাবার অবসান ঘটতে যাচ্ছে এবং ফিলিস্তিনের মুক্তির দিন ঘনিয়ে আসছে।

এদিকে, নাকাবা দিবস এবং অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অধিকৃত আল-কুদসে কয়েক হাজার ইহুদি ইহুদিবাদ বিরোধী মিছিল করেছে। বিক্ষোভের মাঝে তারা অবৈধ রাষ্ট্র ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগও করেছে।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ