জুন ১৭, ২০২৩ ১৯:২৪ Asia/Dhaka
  • জিয়াদ আন নাখালা (বামে) ও মোহাম্মাদ কলিবফ (ডানে)
    জিয়াদ আন নাখালা (বামে) ও মোহাম্মাদ কলিবফ (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ইসলামি প্রতিরোধ ফ্রন্ট ক্রমেই আরও শক্তিশালী হবে।

তিনি আজ (শনিবার) তেহরানে ফিলিস্তিনের সংগ্রামী দল ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা ও তাদের সফরসঙ্গীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

কলিবফ আরও বলেন, বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ফিলিস্তিন। ইরানের ইসলামি বিপ্লব আল্লাহর রহমতে গোটা মুসলিম উম্মাহর মধ্যে জাগরণ সৃষ্টি করেছে বলে জানান ইরানের এই প্রভাবশালী ব্যক্তিত্ব।

তিনি বলেন, ফিলিস্তিনিদের কাছ থেকে দখলে নেওয়া গোটা এলাকাই এখন ইসরাইলিদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। অনিরাপত্তাসহ নানা সমস্যার কারণে ইহুদিবাদী ইসরাইল এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল।

এ সময় জিয়াদ আন নাখালা বলেন, বর্তমানে মুসলমানদের শত্রু ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের উপশহরগুলো রক্ষার জন্য ৬০ হাজার সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে। শত্রুদের পরাজিত করতে সব প্রতিরোধ সংগঠনের মধ্যে ঐক্যের ওপর জোর দেন এই জিহাদি নেতা।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ