ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধযজ্ঞ চালাচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i124642-ফিলিস্তিনিদের_বিরুদ্ধে_ইসরাইল_রাষ্ট্রীয়_সন্ত্রাসবাদ_ও_সংঘবদ্ধ_অপরাধযজ্ঞ_চালাচ্ছে_ইরান
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল (সোমবার) ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০২৩ ১৭:২৫ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল (সোমবার) ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকালের হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে ইহুদিবাদী সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে।

তিনি আরো বলেন, অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার নারী, শিশু এবং বয়স্ক লোকজনসহ নিরপরাধ সাধারণ মানুষের ওপর যে হত্যাযজ্ঞ এবং বর্বরতা চালানো হচ্ছে তা ইসরাইলের সঙ্ঘবদ্ধ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ।
ইরানি মুখপাত্র বলেন, ইসরাইল শুধু নিরপরাধ মানুষের ওপর বর্বরতা চালিয়েই ক্ষান্ত হয়নি, বরং তারা ফিলিস্তিনি জনগণের ঘরবাড়ি এবং সম্পদের ওপরও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

গতকাল সকালের দিকে ইহুদিবাদী সেনারা জেনিন শহরের ওপর ব্যাপক বর্বর অভিযান চালায়। এতে পাঁচ ফিলিস্তিনি শহীদ এবং ৬৬ জন আহত হয়েছেন।

এই ধরনের অপরাধযজ্ঞ চালানোর পরও ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো প্রতিবাদ ও নিন্দা না জানানোয় নাসের কানিয়ানি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার দায় এ সমস্ত সংস্থা এবং সংগঠনকে নিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।