জেনিন বর্বরতার পর ফিলিস্তিনি সংগঠনগুলো বৈঠক করল সিরিয়ায়
(last modified Fri, 07 Jul 2023 08:57:51 GMT )
জুলাই ০৭, ২০২৩ ১৪:৫৭ Asia/Dhaka
  • জেনিন বর্বরতার পর ফিলিস্তিনি সংগঠনগুলো বৈঠক করল সিরিয়ায়

ফিলিস্তিনের কয়েকটি প্রতিরোধকামী সংগঠন জরুরিভিত্তিতে সিরিয়ায় বৈঠক করেছে। গতকাল (বৃহস্পতিবার) সিরিয়ার রাজধানীর দামেস্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয়া নেতারা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দখলদার ইসরাইল সেনাদের বর্বর আগ্রাসনের পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে অংশ নেয়া নেতারা ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

গত সোমবার সকালে ইসরাইলি সেনারা জেনিন শহরে আগ্রাসন শুরু করে। এতে এক হাজারের বেশি সেনা অংশ নেয়। জেনিন শহরে প্রতিরোধ আন্দোলনগুলোর অবস্থান ধ্বংস করার নামে এই বর্বর আগ্রাসন চালায় ইহুদিবাদী সেনারা। জবাবে ফিলিস্তিনের প্রতিরোোধকামী সংগঠনগুলোর যোদ্ধারাও হামলা শুরু করে। এতে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয় এবং পাঁচটি শিশুসহ সাত ফিলিস্তিনি শহীদ হন। পাশাপাশি ইসরাইলের একজন সেনা নিহত হয়। প্রায় দুইদিন সংঘর্ষ চলার পর ইসরাইল জেনিন শহর থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।    

ট্যাগ