এক সংগ্রামী ফিলিস্তিনির অভিযানে দুই ইসরায়েলি দখলদার নিহত
https://parstoday.ir/bn/news/event-i155506-এক_সংগ্রামী_ফিলিস্তিনির_অভিযানে_দুই_ইসরায়েলি_দখলদার_নিহত
পার্স-টুডে: অধিকৃত উত্তর ফিলিস্তিনের জেনিন অঞ্চলে বেইত শা'ন এলাকায় একজন সংগ্রামী ফিলিস্তিনির পরপর দুই অভিযানে অন্তত দুই দখলদার বসতি-স্থাপনকারী দখলদার ইসরায়েলি নিহত ও কয়েকজন আহত হয়েছে।
(last modified 2025-12-31T13:39:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:০২ Asia/Dhaka
  • ফিলিস্তিনি যুবকের সংগ্রামী অভিযান
    ফিলিস্তিনি যুবকের সংগ্রামী অভিযান

পার্স-টুডে: অধিকৃত উত্তর ফিলিস্তিনের জেনিন অঞ্চলে বেইত শা'ন এলাকায় একজন সংগ্রামী ফিলিস্তিনির পরপর দুই অভিযানে অন্তত দুই দখলদার বসতি-স্থাপনকারী দখলদার ইসরায়েলি নিহত ও কয়েকজন আহত হয়েছে।

ইসরায়েলি রেডিও জানিয়েছে, এক ফিলিস্তিনি যুবক গাড়ি চাপা দিয়ে ও ছুরিকাঘাত করে বেইত শা'ন এলাকায় দখলদার ইহুদিবাদী বসতি-স্থাপনকারীদের ওপর হামলা চালান। 

ইসরায়েলি সংবাদ মাধ্যম বলেছে, ওই ফিলিস্তিনি যুবক জেনিন শহরের কাছে অবস্থিত কাবাতিয়া গ্রামের অধিবাসী। তিনি কয়েক দিন আগে বেইত শা'ন এলাকায় আসতে সক্ষম হন যা তার গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। 

প্রথমে এই যুবক একজন ইসরায়েলিকে তাঁর গাড়ি দিয়ে ধাক্কা দেন ও তাকে মারাত্মকভাবে আহত করেন এবং পরে তিনি গাড়ি থেকে বেরিয়ে এসে আরেক ইসরায়েলির ওপর ছুরিকাঘাত করলে সেই দখলদার ইসরায়েলি পরে মারা যায়। আরও ৬ ইসরায়েলি এই মুক্তি সংগ্রামীর অভিযানে আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ তার ওপর গুলি চালায় ও তাকে গ্রেফতার করে ঘটনাস্থল থেকে। 

ফিলিস্তিনের এই বীর মুক্তি সংগ্রামী ইসলামী জিহাদ আন্দোলনের সদস্য বলে কোনো কোনো সূত্র খবর দিয়েছে। সাম্প্রতিক সময়ে গাজা ছাড়াও ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হানাদার দখলদার বাহিনী ও অবৈধ বসতি-স্থাপনাকারীদের সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই অভিযানের ঘটনাটি ঘটল।  #  
 

পার্স টুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।