সর্বশেষ কিছু সংক্ষিপ্ত খবর
২৩ বছর পর জেনিনে ইসরাইলি ট্যাঙ্ক প্রবেশ; একমাত্র উপায় হল প্রতিরোধ!
-
• ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজ
পার্সটুডে - ইসরাইলি সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো জেনিনের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আগ্রাসন চালিয়েছে।
২০০২ সালের পর প্রথমবারের মতো গত রবিবার রাতে উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি ট্যাঙ্ক হামলা চালিয়েছে। পার্সটুডে জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার তেল আবিবের কাছে হলন শহরে সেনাবাহিনীর নতুন অফিসারদের অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে বলেন যে, ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীর এবং লেবাননে লড়াই চালিয়ে যাবে।
২০২৫ সালের ২১ জানুয়ারী থেকে, ইসরাইলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের ফিলিস্তিনি শরণার্থীদের শহর ও শিবিরগুলিতে, বিশেষ করে জেনিন, তুলকারাম এবং তুবাস প্রদেশে "আয়রন ওয়াল" নামে তাদের সামরিক হামলা জোরদার করেছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে এই হামলা পশ্চিম তীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করা এবং এর উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসাবে নেতানিয়াহুর মন্ত্রিসভা এ আগ্রাসন শুরু করেছে।
এদিকে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ বলেছেন যে ইসরাইলি বাহিনী জাবাল আল-শেখ এবং সিরিয়ার সাথে বাফার জোনে অনির্দিষ্ট সময়ের জন্য থাকবে। তিনি আরও বলেন: "আমরা পশ্চিম তীরে যে শরণার্থী শিবিরগুলিতে প্রবেশ করেছি সেখানে পশ্চিম তীরের বাসিন্দাদেরকে ফিরে যেতে দেব না।" ইসরাইলি যুদ্ধমন্ত্রী আরও বলেন: "দুটি লক্ষ্য ছাড়া যুদ্ধ শেষ হবে না: আমাদের সকল বন্দীদের ফিরিয়ে দেওয়া এবং গাজায় হামাস শাসনের অবসান।"
ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার জন্য নিরাপত্তা সংস্থাগুলোর অনুরোধ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু
রবিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস কিছু ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, নিরাপত্তা সংস্থার প্রধানদের পরামর্শ সত্ত্বেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৬০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি বিলম্বিত করেছেন।
সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে যে ইসরাইলি নিরাপত্তা সংস্থার প্রধানরা নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা সম্পন্ন করার জন্য অথবা প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পরামর্শ দিয়েছেন।
প্রতিরোধ বাহিনী এবং ইহুদিবাদী সরকারের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি অনুসারে, শনিবার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীকে ৬ জন ইসরাইলি বন্দীর হস্তান্তরের বিনিময়ে ইহুদিবাদী সরকারের কারাগার থেকে মুক্তি দেওয়ার কথা থাকলেও, ইহুদিবাদী সরকার আবারও চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি জানায়।
রবিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ইসরাইলি বন্দীদের হস্তান্তরের পদ্ধতিতে অসন্তোষ প্রকাশ করে দাবি করেছে যে হামাস ইচ্ছাকৃতভাবে তাদের মর্যাদা নষ্ট করেছে এবং প্রচারণা ও রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করছে।
এদিকে, হামাস নেতা বাসেম নাইম রয়টার্সকে বলেছেন: "ছয়জন ইসরাইলি বন্দীর মুক্তির বিনিময়ে সম্মত হওয়া ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আগে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত হামাস যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শত্রুর সাথে কোনও আলোচনা করবে না।"#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।