জেনিন শরণার্থী শিবিরের আকাশে ইসরাইলি ড্রোন ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i126384-জেনিন_শরণার্থী_শিবিরের_আকাশে_ইসরাইলি_ড্রোন_ধ্বংস
পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী শিবিরের আকাশে ইসরাইলের একটি ড্রোন ধ্বংস হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০২৩ ১৮:৪৮ Asia/Dhaka
  • ইসরাইলের একটি ড্রোন
    ইসরাইলের একটি ড্রোন

পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী শিবিরের আকাশে ইসরাইলের একটি ড্রোন ধ্বংস হয়েছে।

ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) ভোরে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাবাহিনীর চালকবিহীন একটি বিমান ধ্বংস হয়েছে। ড্রোনটি যখন আকাশে চক্কর দিচ্ছিল তখন সেটিতে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফিলিস্তিনের কোনো ব্যক্তি বা সংগঠন ড্রোনটি ভূপাতিত করার দায় স্বীকার করেনি।

এর আগে গত ৩ জুলাই ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা জেনিনের আকাশে ইসরাইলি সেনাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।

এছাড়া, গত ২৬ জুন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করে।

ইহুদিবাদী ইসরাইল বিভিন্ন ধরণের ড্রোন ব্যবহার করে প্রতিরোধ সংগ্রামীদের তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা চালায়।#   

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।