বাহরাইনে ইহুদিবাদী দূতাবাস খোলা বিশ্ব মুসলমানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ
(last modified Sat, 09 Sep 2023 12:28:57 GMT )
সেপ্টেম্বর ০৯, ২০২৩ ১৮:২৮ Asia/Dhaka
  • শেখ ইসা কাসেম
    শেখ ইসা কাসেম

বাহরাইনের ইসলামি আন্দোলনের নেতা বলেছেন, মানামায় ইসরাইলি দূতাবাস খোলা ইহুদিবাদীদের ধ্বংসযজ্ঞে সহযোগিতা করার শামিল। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন গত সোমবার বাহরাইন সফরকালে সেদেশের রাজধানী মানামায় ইসরাইলি দূতাবাস উদ্বোধন করেন।

Image Caption

বাহরাইন মিররের প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের ইসলামী আন্দোলনের নেতা শেখ ইসা কাসেম আজ (শনিবার) এক বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেছেন, বাহরাইনে ইহুদিবাদী দূতাবাস খোলা স্রষ্টা, ইসলামের নবী এবং বিশ্বের সমস্ত মুসলমানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ।

শেখ কাসিম বলেন: আল্লাহর সাথে যুদ্ধ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর বিরুদ্ধে বিশ্বাসীদের মোকাবেলা করতে হবে যেন মিথ্যার ওপর সত্য বিজয়ী হয় এবং ইসলাম ধর্ম সুরক্ষিত হয়। কোহেনের বাহরাইন সফরের বিরুদ্ধে বাহরাইনের জনগণসহ ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।

এর আগেও বাহরাইনের জনগণ ইহুদিবাদী ইসরাইলের পতাকা পুড়িয়ে আলে-খলিফা সরকার ও তেল আবিব সরকারের মধ্যে সমঝোতার বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ