ফিলিস্তিনিদের বীরোচিত অভিযানে ইরান, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও কাতারের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i129074
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলে ফিলিস্তিনি সংগ্রামীদের হামলার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, তারা ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক সরাসরি যোগাযোগ বজায় রেখে চলেছে।
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
অক্টোবর ০৭, ২০২৩ ২৩:৪২ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের বীরোচিত অভিযানে ইরান, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও কাতারের প্রতিক্রিয়া

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলে ফিলিস্তিনি সংগ্রামীদের হামলার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, তারা ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক সরাসরি যোগাযোগ বজায় রেখে চলেছে।

সংগঠনটি ফিলিস্তিনিদেরকে আজকের বীরোচিত অভিযানের জন্য গোটা ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছে। হিজবুল্লাহ বলেছে, দখলদার বাহিনীর আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে আজকের অভিযান ছিল দাঁতভাঙা জবাব।

এদিকে, ইয়েমেনের সরকার ও জনগণ পুনরায় ফিলিস্তিনিদের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছে। ইয়েমেনের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ আজকের অভিযানের প্রতি সমর্থন জানিয়ে মিছিল করেছে। এ সময় তার ইসরাইলের বিরুদ্ধে শ্লোগান দেন এবং ফিলিস্তিনিদের সাথে একাত্মতা ঘোষণা করেন।

এছাড়া, ইরাকের সরকার ও জনগণও ফিলিস্তিনিদের আজকের অভিযানের পক্ষে অবস্থান ঘোষণা করেছে। দেশটির প্রভাবশালী সংগঠন হাশ্‌দ আশ শাবি ও নুজাবা আন্দোলন ফিলিস্তিনিদের হামলার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে।

সিরিয়ার সরকারও বিবৃতি দিয়ে ইসরাইল বিরোধী হামলার প্রশংসা করেছে। কাতার সরকার ফিলিস্তিনের চলমান পরিস্থিতির জন্য দখলদার ইসরাইলকে দায়ী করেছে।

এর আগে ইরান সরকারের পক্ষ থেকে সরাসরি ফিলিস্তিনিদের অভিযানকে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। জাতীয় সংসদের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন জানানো হয়েছে। তেহরানে বহু মানুষ উল্লাস প্রকাশ করেছে, মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। ফিলিস্তিনিদের বীরোচিত অভিযানের পরপরই তেহরানের বিভিন্ন দেয়ালে ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন ছবি আঁকা হয়েছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।