আল-আকসা তুফান অভিযান
জিহাদ আন্দোলন বলছে- এটি নজিরবিহীন অর্জন
ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, গতকাল (শনিবার) সকালে বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে যে আল-আকসা তুফান অভিযান চালিয়েছে তাতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর জন্য নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে।
ইসলামি জিহাদ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য ইনসান আতাইয়া ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর এই আকস্মিক অভিযানের তিনি ব্যাপক প্রশংসা করেন।
গতকাল সকালে গাজাভিত্তিক সংগঠন হামাসের নেতৃত্বে ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে বিশাল সামরিক অভিযান শুরু হয়। ইসলামী জিহাদ আন্দোলনসহ আরো কয়েকটি প্রতিরোধকামী সংগঠন এই অভিযানে যোগ দিয়েছে।
অভিযান শুরুর ২০ মিনিটের মধ্যেই ফিলিস্তিনের যোদ্ধারা ৫ হাজারের বেশি রকেট নিক্ষেপ করে। পবিত্র আল-আকসা মসজিদের লাগাতার অবমাননা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অব্যাহত হত্যা ও অপরাধযজ্ঞের জবাবে ফিলিস্তিনি যোদ্ধারা এই অভিযান শুরু করে।
অভিযান সম্পর্কে জিহাদ আন্দোলনের নেতা আতাইয়া বলেন, এর মধ্য দিয়ে বর্ণবাদী ইসরাইলের যেমন দুর্বলতা প্রকাশ পেয়েছে, তেমনি প্রতিরোধ যোদ্ধাদের শক্তি দিন দিন বেড়ে চলেছে- তাও পরিষ্কার হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৮