গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য
ইসরাইলি বিমান হামলা অব্যাহত, ১১০০ ফিলিস্তিনি শহীদ
-
ইসরাইলি হামলায় শহীদ এক ফিলিস্তিনির আত্মীয়ের আহাজারি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলা অব্যাহত রয়েছে। সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১১০০ ফিলিস্তিনি শহীদ ও পাঁচ হাজারের বেশি আহত হয়েছেন। শহীদের তালিকায় রয়েছে ৩২৬টি শিশু। গত পাঁচ দিনে ইসরাইলি বিমান হামলায় এসব ফিলিস্তিনি শহীদ হন।
গতকাল (বুধবার) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত পাঁচ হাজার ৩৩৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় শহীদ হয়েছেন কয়েক ডজন ফিলিস্তিনি। ইসরাইল গতকাল গাজার বাণিজ্যিক ও আবাসিক এলাকা এবং শরণার্থী শিবিরে বিমান হামলা চালায়।
ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি বিমান থেকে গাজার আবাসিক অ্যাপার্টমেন্টগুলোতে এবং গাজা শহরের পশ্চিম এলাকায় ব্যাপকভাবে রকেট ও মর্টারের গোলাবর্ষণ করা হয়।
বিমান থেকে ফেলা বোমার আঘাতে বহু সংখ্যক ভবন ধ্বংস হয় এবং তাতে আগুন ধরে যায়। এতে বহু মানুষ হতাহত হন। আহতদেরকে আশ-শিফা হাসাপাতলে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় চারজন প্যারামেডিক্স শহীদ হয়েছেন।
সংস্থাটি জানায়, ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র সরাসরি একটি অ্যাম্বুলেন্সে আঘাত হানলে তিন প্যারামেডিক্স শহীদ হন। চতুর্থ ব্যক্তি গাজার অন্য এক হামলায় মারা গেছেন।
গাজায় তৎপর জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা জানিয়েছে, শনিবার থেকে এ পর্যন্ত তাদের ১১ জন কর্মী ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১২