অক্টোবর ১২, ২০২৩ ১৮:০৮ Asia/Dhaka
  • ইসলামি জিহাদের মুখপাত্র আবু হামজা
    ইসলামি জিহাদের মুখপাত্র আবু হামজা

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলনসহ কয়েকটি সংগঠন যে দুঃসাহসিক অভিযান চালাচ্ছে তাতে যোগ দেয়ার জন্য পশ্চিম তীরের প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জিহাদ আন্দোলন।

সংগঠনটি বলেছে, ইহুদিবদাী ইসরাইলের আগ্রাসন শুধুমাত্র গাজা উপত্যকায় সীমাবদ্ধ থাকবে না বরং পশ্চিম তীরসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। জিহাদ আন্দোলন জানিয়েছে, শিগগিরই পশ্চিম তীরের যোদ্ধারা ইসরাইল বিরোধী অভিযানে যোগ দিতে পারে।

ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা-আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গতকাল (বুধবার) এক অডিও বার্তায় বলেন, অপারেশন আল-আকসা স্টর্ম ১৯৪৮ সালের আগেকার ফিলিস্তিনি ভূখণ্ডে ছড়িয়ে পড়তে পারে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

আবু হামজা বলেন, যুদ্ধের পরিধি ক্রমেই বাড়ছে এবং শত্রুর জন্য কি অপেক্ষা করছে তার ছোট্ট উদাহরণ হচ্ছে দক্ষিণ লেবাননের সীমান্ত। তিনি আস্থার সঙ্গে বলেন, বিজয় সন্নিকটে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ