ইসরাইলকে শক্তিশালী গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা
(last modified Wed, 18 Oct 2023 07:11:26 GMT )
অক্টোবর ১৮, ২০২৩ ১৩:১১ Asia/Dhaka
  • ইসরাইলকে শক্তিশালী গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা

ইহুদিবাদী ইসরাইলকে অত্যন্ত শক্তিশালী গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে আমেরিকা। গাজা উপত্যকায় ইসরাইল বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এরইমধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটিয়েছে।

প্রেস টিভি জানিয়েছে, ইসরাইল তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে তামির ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইসরাইলের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রের চেয়ে তামির ক্ষেপণাস্ত্র কয়েক গুণ উচ্চ ক্ষমতাসম্পন্ন। ফলে আমেরিকা এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা হবে ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ ক্ষতির কারণ।

সূত্র বলছে, আমেরিকা এরইমধ্যে কাতার, সাইপ্রাস, গ্রিস ও জার্মানির বিমানঘাঁটি থেকে দুই ধরনের গাইডেড বোমা ও তামির ক্ষেপণাস্ত্র বিমানে বোঝাই করতে শুরু করেছে।

ইসরাইল গাজার ওপর যেসব ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করছে তার চেয়ে আমেরিকার এগুলো অনেক বেশি প্রাণঘাতী ও ধ্বংসাত্মক হবে। ১১ দিন আগে ইসরাইল গাজা উপত্যকাকে কার্যত মুছে দেয়ার মিশন শুরু করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ