গাজায় হামলার প্রতিবাদ করায় ইহুদিদের ওপর ইসরাইলি পুলিশের বর্বর হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i130202-গাজায়_হামলার_প্রতিবাদ_করায়_ইহুদিদের_ওপর_ইসরাইলি_পুলিশের_বর্বর_হামলা
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে অধিকৃত জেরুজালেম শহরের হান্ড্রেড গেট এলাকায় মিছিল বের করেছিলেন ইহুদিবাদবিরোধী শান্তিকামী ইহুদিরা। এসময় বর্বর ইসরাইলি সেনারা তাদের উপর হামলা চালায়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ১৬:০৮ Asia/Dhaka

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে অধিকৃত জেরুজালেম শহরের হান্ড্রেড গেট এলাকায় মিছিল বের করেছিলেন ইহুদিবাদবিরোধী শান্তিকামী ইহুদিরা। এসময় বর্বর ইসরাইলি সেনারা তাদের উপর হামলা চালায়।

এসব ইহুদির সঙ্গে ইসরাইলি পুলিশ যে আচরণ করল তাতে বোঝা যায় এই ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনী কতটা নরাধম। পশ্চিমা মিডিয়া এদেরকে সবচেয়ে মানবিক পুলিশ ও সেনাবাহিনী নামে অভিহিত করছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।