নভেম্বর ১৪, ২০২৩ ১৮:৩১ Asia/Dhaka

গাজা শহরের পশ্চিমে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা এবং ইহুদিবাদী ইসরাইলি সেনাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। বার্তা সংস্থা শাহাব এই খবর দিয়ে লিখেছে, গাজার পশ্চিমাঞ্চলীয় আর-রামাল এবং শায়েখ আজালাইন এলাকায় সংঘর্ষ চলছে। ইসরাইলি বাহিনী ওই দুই এলাকায় কামানের গোলা বর্ষণ করছে।

এদিকে আল-কাসসাম ব্রিগেড আজ দুপুরে জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে ২ ইসরাইলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩ ইহুদিবাদী সেনা।

এর আগেও ফিলিস্তিনী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং রকেটের সাহায্যে হামলা চালিয়েছে।

ইহুদিবাদী সেনাবাহিনীও গত রাতে (সোমবার) ঘোষণা করেছে গাজা উপত্যকার উত্তরে স্থল যুদ্ধে তাদের ২ সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। এই ২ সেনাসহ গাজায় স্থল যুদ্ধের শুরু থেকে ৪৮ ইহুদিবাদী সেনা ও সেনা কর্মকর্তার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরাইল।#

পার্সটুডে/এনএম/১৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ