গভীর সংকটে ইসরাইল
নেতানিয়াহুকে বিদায় নিতেই হবে: বিরোধীদলীয় নেতা
ইহুদিবাদী ইরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার উগ্রবাদী সমর্থকদের ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ।
গতকাল এক্স পেইজে দেয়া কয়েকটি পোস্টে এই আহ্বান জানিয়েছেন ইয়াইর লাপিদ। তিনি বলেন, নেতানিয়াহুর বিদায়ের মাধ্যমে ইসরাইলে একটি স্থিতিশীল এবং বৃহৎ জোটের সংসদ গঠন করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
ইসরাইলে বর্তমানে ডানপন্থী লিকুদ পার্টি এবং আরো কয়েকটি ছোট ছোট উগ্রপন্থী দল জোট বাধ্য হয়ে সরকার পরিচালনা করছে। ইসরাইলের সংসদ নেসেটের ১২০ আসনের মধ্যে তাদের নিয়ন্ত্রণে রয়েছে ৬৪টি আসন।
ইয়াইর লাপিদ তার পোস্টে আরো বলেছেন, সময় এসেছে ইসরাইলে এখন একটি স্থিতিশীল সরকার গঠন করার, যার নেতৃত্বে থাকবে লিকুদ পার্টি এবং অবশ্যই নেতানিয়াহুকে সরিয়ে দিতে হবে। তিনি বলেন, ইসরাইলকে পুনর্গঠনের জন্য ৯০ জন সংসদ সদস্যের সমন্বয়ে জোট সরকার গঠন করতে হবে।
গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরাইলে সরকার পরিবর্তন করা ঠিক হবে না বলে যে সমস্ত কথা বলা হচ্ছে তা নাকচ করে ইয়াইর লাপিদ বলেন, "আমরা ৪০ দিন অপেক্ষা করেছি। আর সময় দেয়া যায় না, এখন ইসরাইলের অর্থনীতি ও নিরাপত্তা জোরদার করার জন্য নতুন সরকার প্রয়োজন।"
হামাসের অভিযানে ইসরাইলের যে সমস্ত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ দেয়া হয়নি বলে অভিযোগ করেন লাপিদ। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ব্যর্থতা। কেউ এই ধরনের অপ্রয়োজনীয় সরকারকে বরদাস্ত করতে পারে না।
নেতানিয়াহু এবং তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী গাজা যুদ্ধকে কেন্দ্র করে মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন। এছাড়াও নেতানিয়াহু অভ্যন্তরীণ আরো কয়েকটি ইস্যুতে চাপের মুখে রয়েছেন। ইসরাইলের ভেতরে তার পদত্যাগের দাবি যেকোন সময়ের চেয়ে এখন বেশি জোরালো হয়ে উঠেছে।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।