ইসরাইলের ৩ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা; ব্যাপক ক্ষয়ক্ষতি
https://parstoday.ir/bn/news/west_asia-i130888-ইসরাইলের_৩_সামরিক_ঘাঁটিতে_হিজবুল্লাহর_হামলা_ব্যাপক_ক্ষয়ক্ষতি
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের আরও তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব ঘাঁটি লেবানন সীমান্তের কাছেই অবস্থিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৭, ২০২৩ ১৭:২৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহর হামলা
    হিজবুল্লাহর হামলা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের আরও তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব ঘাঁটি লেবানন সীমান্তের কাছেই অবস্থিত।

হিজবুল্লাহ আজ (শুক্রবার) জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলার জবাবে সীমান্তবর্তী তিনটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর ফলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর একটি হচ্ছে 'মুসাললাস আল তাইহাত' ঘাঁটি। এখানে বহু ইসরাইলি সেনা অবস্থান করছিল। এর ফলে সেখানে বহু ইসরাইলি সেনা হতাহত হওয়ার কথা।

হিজবুল্লাহ বলেছে,  ইসরাইলের আল-মারাজ ও রামিম ঘাঁটিতেও হামলা করা হয়েছে। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এছাড়া, ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অবস্থিত সব অবৈধ বসতিতে হিজবুল্লাহ হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে, লেবাননের আল মানার টিভি চ্যানেল জানিয়েছে, ইসরাইলের জঙ্গিবিমানগুলো দক্ষিণ লেবাননের আন-নাকুরা ও আল জাবিন গ্রামে বোমাবর্ষণ করেছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি।#   

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।