এবার আর মুক্ত বন্দিদের গণমাধ্যমের সামনে কথা বলতে দেয়া হবে না
(last modified Fri, 24 Nov 2023 08:48:51 GMT )
নভেম্বর ২৪, ২০২৩ ১৪:৪৮ Asia/Dhaka
  • এবার আর মুক্ত বন্দিদের গণমাধ্যমের সামনে কথা বলতে দেয়া হবে না

বন্দি বিনিময় চুক্তির অধীন হামাসের কাছ থেকে মুক্ত করা বন্দিদের এবার আর গণমাধ্যমের সামনে কথা বলতে দেবে না ইহুদিবাদী ইসরাইল। কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি আজ (শুক্রবার) গাজা সময় সকাল ৭টায় শুরু হয়েছে এবং বিকেল পাঁচটায় হামাসের হাতে বন্দি ১৩ জনের প্রথম দল মুক্তি পেতে যাচ্ছে বলে কথা রয়েছে।

ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেলের বরাত দিয়ে আল-জাযিরা জানিয়েছে, এবার মুক্তিপ্রাপ্ত বন্দিরা কী কথা বলেন তা প্রকাশের বিষয়টি ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেনা মুখপাত্রের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে।

তারা আসলে এর আগে হামাসের হাত থেকে মুক্তিপ্রাপ্ত একজন ইসরাইলি বন্দির মতো নতুন করে আর কোনো বন্দির বক্তব্য প্রচার করতে দিতে রাজি নয়। 

গত অক্টোবর মাসের শেষ দিকে হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত ৮৫ বছর বয়সি ইয়োচেভেড লাইফশিঞ্জ ইসরাইলের একটি হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, হামাস যোদ্ধারা তাদের সঙ্গে সদ্ব্যবহার করেছেন এবং তারা নিজেদের খাবার বন্দিদের সঙ্গে ভাগাভাগি করে খেয়েছেন। 

ওই বক্তব্য প্রচারিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভীষণ ক্ষুব্ধ হয় ইহুদিবাদী ইসরাইল। লাইফশিঞ্জের সংবাদ সম্মেলন আয়োজন করার দায়িত্ব থাকা হাসপাতালটির মুখপাত্রকে চলতি সপ্তাহে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ