নভেম্বর ২৪, ২০২৩ ১৮:৫৮ Asia/Dhaka
  • জিয়াদ আন-নাখালা
    জিয়াদ আন-নাখালা

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে বলেছেন: প্রতিরোধ আন্দোলন সকল ফিলিস্তিনি বন্দি বিনিময়ে সম্মত হতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করবে।

আজ (শুক্রবার) ২৪ নভেম্বর, সকালে গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধের ৪৯তম দিনে ৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে।

আল-মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে, ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা বলেছেন: ইহুদিবাদী শত্রুদের অবশিষ্ট বন্দি, সামরিক কর্মকর্তা এবং সৈন্যরা বাদবাকি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া ছাড়া মুক্তি পাবে না। যুদ্ধ এবং আগ্রাসনের সমাপ্তি এই ইস্যুটির ওপর নির্ভর করে। তিনি বলেন ইহুদিবাদী শত্রুরা যদি রণাঙ্গনে পর্যুদস্ত না হতো তাহলে তারা কখনই বন্দি বিনিময়ে রাজি হত না।

নাখালা লেবাননের হিজবুল্লাহ, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের প্রতিরোধ বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন: ইহুদিবাদী শত্রুদের ঘোষিত টার্গেট হলো প্রতিরোধ শক্তিকে ধ্বংস করা। সুতরাং ওই শত্রুদের পুরোপুরি ধ্বংস নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

যুদ্ধবিরতির প্রথমদিনে ইসরাইলি জঙ্গিবিমানসহ ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলো গাজার আকাশসীমা থেকে চলে যাবার পর পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত হয়ে এসেছে বলে আল-মায়াদিন জানিয়েছে।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ