ভারত মহাসাগরে ইসরাইলি মালবাহী জাহাজে হামলার পর আগুন
ভারত মহাসাগরে দখলদার ইসরাইলের একটি মালবাহী জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল।
গাজায় যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে অর্থাৎ বৃহস্পতিবার রাতে এই হামলা হয়েছে। বিশেষ সূত্রের বরাত দিয়ে টিভি চ্যানেলটি আরও বলেছে, ভারত মহাসাগরের উত্তরে মাকরান সাগরে হামলার শিকার হওয়ার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। ভারত মহাসাগরে ইসরাইলি জাহাজে হামলার খবর এই প্রথম প্রকাশিত হলো।
ধারণা করা হচ্ছে জাহাজে হামলার ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেছে ইসরাইল। এ কারণেই দুই দিন পর খবরটি প্রকাশ পেল। কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।
এর আগে লোহিত সাগর থেকে ইসরাইলের একটি জাহাজকে আটক করে ইয়েমেনের সামরিক বাহিনী। তারা ঐ জাহাজটি এখন ইয়েমেনের বন্দরে নিয়ে গেছে। ঐ জাহাজটি আটক হয়ে যাওয়ার খবরও প্রকাশে গড়িমসি করেছিল ইসরাইল।
এরপর আল-মায়াদিন টিভি চ্যানেল ইয়েমেনি সূত্রের বরাত দিয়ে জানায়, গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনিরা ইসরাইলি জাহাজ 'গ্যালাক্সি লিডার' আটক করতে সক্ষম হয়েছে। সারা বিশ্বে এই খবরটি ছড়িয়ে পড়ার পরই কেবল ইসরাইল স্বীকার করে যে, তাদের 'গ্যালাক্সি লিডার' জাহাজ আটক হয়েছে।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।