যুদ্ধবিরতির মধ্যে উত্তর গাজায় সংঘর্ষ: ৫ ইসরাইলি সেনা আহত
(last modified Wed, 29 Nov 2023 03:45:31 GMT )
নভেম্বর ২৯, ২০২৩ ০৯:৪৫ Asia/Dhaka
  • আবু ওবায়দা
    আবু ওবায়দা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা মঙ্গলবার যুদ্ধবিরতি লঙ্ঘনকারী ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছেন। চারদিনের যুদ্ধবিরতি আরো দু’দিনের জন্য বাড়ানোর কয়েক ঘণ্টার মাথায় উত্তর গাজায় ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচ ইসরাইলি সেনা আহত হয়েছে।

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, ইসরাইলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর তাদের যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে আক্রমণ চালায়। তবে তিনি একই সঙ্গে বলেন, ইহুদিবাদী ইসরাইল যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত এই চুক্তি মেনে চলবে।

আবু ওবায়দার এ বক্তব্য এমন সময় প্রচারিত হলো যখন মঙ্গলবার ফিলিস্তিনি গণমাধ্যমগুলো এ খবর দেয় যে, ইসরাইলি সেনারা যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তর গাজায় নিজেদের অবস্থান থেকে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। কিন্তু কাসসাম ব্রিগেডের হামলার মুখে তার পিছু হটে যেতে বাধ্য হয়েছে। এ সময় পাঁচ ইসরাইলি সেনা আহত হয়। ইহুদিবাদী দৈনিক টাইমস অব ইসরাইল তাদের আহত সেনাদের আঘাত গুরুতর নয় বলে দাবি করেছে।

গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, গাজা উপত্যকার ওপর ইসরাইলি সেনাদের পাশবিক বিমান হামলা বন্ধ রয়েছে। তবে যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইহুদিবাদীর হামলায় ১৫,৫০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।  গত শুক্রবার হামাস ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির বাস্তবায়ন শুরু হয় যা মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বলবত থাকার কথা ছিল।  কিন্তু ওই মেয়াদ শেষ হওয়ার আগেই তা আরো দু’দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়্যা বলেছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘকালের জন্য নবায়ন করা হবে বলে তিনি আশা করছেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯

ট্যাগ