ডিসেম্বর ০১, ২০২৩ ১৭:৩৫ Asia/Dhaka
  • ইসরাইলের বোমাবর্ষণে কয়েক ডজন ফিলিস্তিনি শহীদ; যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে কাতার

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজার উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণে শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। এতে এ পর্যন্ত অন্তত ৩২ জন শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ১০ জন, রাফাহ শহরে নয়জন এবং পাঁচজন শহীদ হয়েছেন গাজা সিটিতে। আজ স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। এরপরপরই ইসরাইল আগ্রাসন শুরু করে।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার গাজার একটি হাসপাতালের দৃশ্য দেখে এই আগ্রাসনকে শিশু-বিরোধী যুদ্ধ বলে অভিহিত করেছেন।  

এদিকে, দক্ষিণ গাজা ছাড়ার জন্য ইসরাইলি সেনারা সেখানে লিফলেট ফেলেছে। এ থেকে আশংকা করা হচ্ছে ইসরাইল আগ্রাসনের তীব্রতা বাড়াবে। কাতার জানিয়েছে, আবার যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরাইল ও হামাসের সাথে আলোচনা চলছে। ইসরাইলের হামলা শুরুর ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করে বলেছে, ইসরাইলের মধ্যস্থতার প্রক্রিয়া কঠিন হয়ে উঠবে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ