গুতেরেস-আবদুল্লাহিয়ান ফোনালাপ
‘গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা জরুরি’
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজা উপত্যকার মানবিক পরিস্থিতিকে "বিপর্যয়কর" বলে নিন্দা করে সেখানে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ অঞ্চলে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
শুক্রবার গভীর রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সাথে টেলিফোন আলাপে গুতেরেস এই মন্তব্য করেন। এসময় দুজন গাজার চলমান পরিস্থিতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে আমেরিকার ভেটো দেয়া নিয়ে আলোচনা করেন। ওই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৩ সদস্য ভোট দেয়, আর আমেরিকা তাতে ভেটো দিয়েছে। ব্রিটেন এ প্রস্তাবের ওপর ভোট দেয়া থেকে বিরত ছিল।
আমির আবদুল্লাহিয়ানের সাথে আলোচনায় গুতেরেস জাতিসংঘ সনদের ৯৯ ধারা কার্যকর করার কথা তুলে ধরে বলেন, গাজাসহ পুরো ফিলিস্তিনের পরিস্থিতি অনেক বেশি জটিল হওয়ায় তিনি এ পদক্ষেপ নেন। তিনি বলেন, গাজায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন তিনি যা এর আগে কখনো এতটা অনুভব করেননি। ১৯৮৯ সালের পর এই প্রথম জাতিসংঘ মহাসচিব ৯৯ ধারা কার্যকর করলেন।
গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধে ৯৯ কার্যকর করার আহ্বানের জন্য গুতেরেসকে ধন্যবাদ জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, "জাতিসংঘ সনদের ৯৯ ধারার ব্যবহার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য আপনার পক্ষ থেকে একটি সাহসী পদক্ষেপ। বিশ্ব জনমত এর পক্ষে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।