গাজায় সংঘর্ষ চলছে
২ মেরকাভা ট্যাংক ধ্বংস; ফালুজা থেকে পিছু হটল ইসরাইলি বাহিনী
-
ইসরাইলের ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ট্যাংক (পুরনো ছবি)
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে ইসরাইলের দু'টি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।
হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারা খান ইউনুসে 'ইয়াসিন-১০৫' রকেটের সাহায্যে ওই দুই ট্যাংকের ওপর আঘাত হেনেছে। এছাড়া, খান ইউনুসের আযলাল মসজিদের প্রাঙ্গণে অবস্থান গ্রহণকারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। এতে শত্রু সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে।
খান ইউনুসের পূর্ব অংশে ব্যাপক সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে।
এছাড়া, উত্তর গাজার জাবালিয়া ও আল সুজাইয়া এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে প্রতিরোধ সংগ্রামীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা আঘাতে নাস্তানাবুদ হয়ে ইসরাইলি সেনারা ফালুজা এলাকা থেকে পিছু হটেছে।
ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা তাদের সেনাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে গতরাতে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের মনোবল সুদৃঢ় রয়েছে এবং হাজার হাজার যোদ্ধা দখলদার সেনাদের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হয়ে বসে আছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।