তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাত; বহু গাড়িতে আগুন
https://parstoday.ir/bn/news/west_asia-i131968
দখলদার ইসরাইলের তেল আবিবে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। ইসরাইলের ঘনিষ্ঠ সূত্রের বরাত আল-মায়াদিন টিভি চ্যানেল আজ (সোমবার) জানিয়েছে, তেল আবিবে আবার ক্ষেপণাস্ত্র এসে পড়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১১, ২০২৩ ১৮:৫৬ Asia/Dhaka
  • তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাত; বহু গাড়িতে আগুন

দখলদার ইসরাইলের তেল আবিবে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। ইসরাইলের ঘনিষ্ঠ সূত্রের বরাত আল-মায়াদিন টিভি চ্যানেল আজ (সোমবার) জানিয়েছে, তেল আবিবে আবার ক্ষেপণাস্ত্র এসে পড়েছে।

দক্ষিণ গাজায় অন্তত দু'টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হোলোন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হোলোন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে এক দখলদার ইহুদিবাদী আহত হয়েছে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরেছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড এই হামলা চালিয়েছে। গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে তেল আবিবের বিভিন্ন স্থানে আজ সাইরেন বাজানো হয়েছে।

আজ গাজা থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র তেল আবিবে ছোড়া হয়েছে হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

গাজায় ইসরাইলি স্থল অভিযান অব্যাহত থাকলেও প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।# 

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।