গাজা যুদ্ধে বিপদে ইহুদিবাদীরা
আরো দুই দখলদার নিহত, ইসরাইলি বিজ্ঞাপন সরিয়ে দিল ‘জারা’
-
ইসরাইলি বিজ্ঞাপন সরিয়ে দিল ‘জারা’
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আরো দুই সেনা নিহত হয়েছে। ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে। এ নিয়ে গতকাল থেকে এ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলের অন্তত ১০ সেনা মারা গেল। তবে কিছু কিছু সূত্র বলছে, সেনা নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
খবরে বলা হয়েছে, গতকাল যে আট সেনা নিহত হয়েছে তার মধ্যে ৩৬ বছর বয়সী একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছে। গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল এই সেনা কর্মকর্তা। এছাড়া, মারা গেছে চার মেজর।
কাতারের আল-জাজিরা জানাচ্ছে, দশ সেনার মধ্যে নয়জন মারা গেছে উত্তর গাজার শুজাইয়া শরণার্থী শিবিরের কাছে। গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের আকস্মিক হামলায় তারা নিহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার বিরোধিতা করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন ব্র্যান্ড ‘জারা’ গতকাল জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম থেকে ইসরাইলের একটি বিজ্ঞাপন চিত্র সরিয়ে দিয়েছে। গাজার ধ্বংসের চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ বলে অনলাইনে তীব্র সমালোচনার পর এই ব্যবস্থা নেয় জারা।
‘দ্যা জ্যাকেট’ নামে ওই বিজ্ঞাপন চিত্রে একজন মডেলকে দেখা যাচ্ছে যার কাধে রয়েছে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি মৃতদেহ, পাশে প্লাস্টারবোর্ডের টুকরো, এবড়ো থেবড়ো কাঠের বাক্স ও ধ্বংসস্তূপ।
সারা বিশ্বে যখন ইসরাইলকে বয়কট ও ইসরাইলি পণ্য বর্জন করারা আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছে তখন জারা এই সিদ্ধান্ত নিল।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।