ডিসেম্বর ১৬, ২০২৩ ০৯:২৯ Asia/Dhaka
  • আটক তিন ইসরাইলি বন্দিকে হামাস যোদ্ধা ভেবে তাদেরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।
    আটক তিন ইসরাইলি বন্দিকে হামাস যোদ্ধা ভেবে তাদেরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক তিন ইসরাইলি বন্দিকে হামাস যোদ্ধা ভেবে তাদেরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। ইসরাইলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি গতরাতে (শুক্রবার রাতে) এই খবর নিশ্চিত করে বলেছেন, এই ‘বেদনাদায়ক ঘটনার’ পূর্ণ দায় স্বীকার করছে দখলদার বাহিনী।

শুক্রবার সকালে উত্তর গাজার শুজাইয়া এলাকায় এ ঘটনা ঘটেছে জানিয়ে হ্যাগারি বলেছেন, ঘটনার সময় ওই এলাকায় বহু ফিলিস্তিনি যোদ্ধার সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ হচ্ছিল।

গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে শুজাইয়া এলাকায় হামাসের কঠোর প্রতিরোধের মুখে পড়ে দখলদার সেনারা এবং দু’দিন আগে ওই এলাকায় এক হামলায় একজন কর্নেল ও একজন লে. কর্নেলসহ ১০ ইসরাইলি সেনা নিহত হয়েছিল। ওই হামলার আগে তেল আবিব দাবি করেছিল, তারা হামাসের শুজাইয়া ব্যাটেলিয়নকে ‘তছনছ’ করে দিয়েছে।

নিজেদের গুলিতে নিহত ২৮, ২২ ও ২৬ বছর বয়সি ওই তিন ইহুদিবাদী যুবককে বেসামরিক নাগরিক হিসেবে পরিচয় দিয়েছে ইসরাইলি বাহিনী; যদিও এর আগে হামাস বলেছিল, তাদের হাতে আর কোনো বেসামরিক বন্দি নেই।  ওই তিন পণবন্দিকে গুলি করে হত্যা করার সময় তারা মুক্ত অবস্থায় বিচরণ করছিল জানিয়ে হ্যাগারি বলেন, তারা হয়তো হামাসের হাত থেকে পালিয়ে এসেছিল অথবা হামাসের যোদ্ধারা তাদেরকে ছেড়ে দিয়েছিল। এ অবস্থায় তাদেরকে ইসরাইলি সেনারা হামাস যোদ্ধা ভেবে গুলি করে হত্যা করে।

ইসরাইলিদের প্রতিক্রিয়া: পণবন্দিদের জীবিত ফেরত চাই

ইহুদিবাদী সেনারা গুলি করে তাদের তিন পণবন্দিকে হত্যা করার পর ইসরাইলি রাজনীতিবিদরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত অভিযানগুলো চালানোর পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে এ খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ইসরাইলি শুক্রবার রাতে রাজধানী তেল আবিবের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। তারা কয়েক ঘণ্টা ধরে নগরীর একটি চৌরাস্তা অবরোধ করে রাখে। এসব ইসরাইলি বলছে, বলপ্রয়োগ করে তাদের ‘পণবন্দিদের’ এভাবে উদ্ধার করতে গেলে সব বন্দিই নিহত হবে। তারা যেকোনো উপায়ে তাদের বন্দিদের জীবিত উদ্ধার করে ইসরাইলি ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে। এদিক হামাস বলে আসছে, যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করে বন্দি মুক্তির আলোচনায় বসতে হবে।

নভেম্বর মাসের শেষ দিকে সাময়িক যুদ্ধবিরতির আওতায় ১০৫ ইসরাইলি বন্দিকে মুক্তি দেয় হামাস। এখনও তাদের কাছে ১৩২ ইসরাইলি বন্দি আটক রয়েছে বলে তেল আবিব ধারনা করছে। ইহুদিবাদী সেনারা তাদের নিজস্ব গোয়েন্দা সূত্রে নিশ্চিত হয়েছে যে, এই ১৩২ জনের মধ্যে অন্তত ২০ জন নিহত হয়েছে যাদের লাশ সংরক্ষণ করছে ফিলিস্তিনি যোদ্ধারা। ভবিষ্যত সম্ভাব্য যেকোনো বন্দি বিনিময়ের সময় এসব লাশ হস্তান্তর করবে হামাস।

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ