মাশআল আল-আহমাদ আস-সাবাহ' কুয়েতের আমির নির্বাচিত
(last modified Sat, 16 Dec 2023 11:30:13 GMT )
ডিসেম্বর ১৬, ২০২৩ ১৭:৩০ Asia/Dhaka
  • মরহুম নাওয়াফ আহমাদ জাবির আস-সাবাহ
    মরহুম নাওয়াফ আহমাদ জাবির আস-সাবাহ

কুয়েতের আমির মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুয়েতের আমির নাওয়াফ আহমাদ জাবির আস-সাবাহ আজ (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ফারস নিউজ এজেন্সি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হয়েছে: কুয়েতের আমিরের মৃত্যুতে সেদেশের সব চ্যানেল তাদের নির্ধারিত সকল অনুষ্ঠান বন্ধ করে দিয়ে কেবল কোরআন তেলাওয়াত সম্প্রচার করছে।কুয়েতের পাশাপাশি সৌদি আরব এবং কাতারের সরকারি টিভি চ্যানেলগুলোও তাদের নির্ধারিত অনুষ্ঠানমালা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত সম্প্রচার করছে।

কুয়েতের পাশাপাশি সৌদি আরব এবং কাতারের সরকারি টিভি চ্যানেলগুলোও তাদের নির্ধারিত অনুষ্ঠানমালা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত সম্প্রচার করছে। নাওয়াফ আহমাদ জাবির আস-সাবাহ ১৯৩৭ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সাবাহ আলে আহমাদ আল-জাবির আস-সাবাহ'র মৃত্যু হলে তিনি কুয়েতের আমির নির্বাচিত হন। নাওয়াফ আহমাদ জাবির কুয়েতের ১৬তম আমির এবং স্বাধীনতা পরবর্তীকালের ষষ্ঠ আমির ছিলেন। কুয়েতের আমিরি আদালত এক বিবৃতিতে জানিয়েছে, তাঁর মৃত্যুর কারণ অসুস্থতা।

কুয়েতের নয়া আমির মাশআল আল-আহমাদ আস-সাবাহ

নওয়াফ আহমাদ অসুস্থতার কারণে নভেম্বরের শুরু থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। কুয়েতের আমিরি আদালত গতকাল তাঁর শরীরের অবস্থা স্থিতিশীল বলে জানিয়ে দেশের জনগণকে তার জন্য দোয়া করতে বলেছিল। চলতি বছর তিনি চিকিৎসার জন্য বেশ কয়েকবার ইতালি যান। মরহুম আমিরের সৎ ভাই কুয়েতের ক্রাউন প্রিন্স ৮৩ বছর বয়সী মাশআল আল-আহমাদ আস-সাবাহ নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন।

পারস্য উপসাগরের আরবি মিডিয়াগুলো নওয়াফ আহমাদ সম্পর্কে লিখেছে: গত জানুয়ারিতে জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে তিনি বেশ কয়েকজন বন্দিকে ক্ষমা করার আদেশ জারি করেছিলেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাঁর প্রচেষ্টায় কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে উত্তেজনার অবসান ঘটিয়েছে।#

পার্সটুডে/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ